গ্যাসের অণুর মৌলিক স্বীকার্যসমূহ ও গ্যাসের গতিতত্ত
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অণুর গড় মুক্তপথ প্রায়-
স্বাভাবিক তাপমাত্রায় ও চাপে হাইড্রোজেন অণুর গড় মুক্তপথ
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে (STP), হাইড্রোজেন অণুর গড় মুক্তপথ প্রায় 100 ন্যানোমিটার।
গড় মুক্তপথ বলতে বোঝায়, একটি হাইড্রোজেন অণু অন্য কোনো অণুর সাথে সংঘর্ষ করার আগে গড়ে কতটা দূরত্ব অতিক্রম করে। STP-তে, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব তুলনামূলকভাবে কম থাকে, যার ফলে অণুগুলোর মধ্যে সংঘর্ষের সম্ভাবনাও কম থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। সুতরাং অণুগুলোর -
অণুর ব্যাস 2 ধরে 10-6mm পারদ চাপ বিশিষ্ট একটি গ্যাস চেম্বারের অণুর গড় মুক্তপথ নির্ণয় কর।
[STP তে এক গ্রাম গ্যাসের অণু 22.4 L আয়তন দখল করে। ধরে নাও যে চেম্বারটির তাপমাত্রা 273 K.]
কোনো একটি গ্যাসের অনুগুলোর গড় মুক্ত পথ 2.4×10-6 cm ও আণবিক ব্যাস 2.0×10-8 cm হলে প্রতি ঘণ সেন্টিমিটারে অনুর সংখ্যা কত?
একটি গ্যাস অনুর ব্যাস 2×10 -10 m এবং প্রতি ঘন সেন্টিমিটারের অনুর সংখ্যা 3×1019 হলে গ্যাস অনুর গড় মুক্ত পথ হবে-