মানবদেহের সহজাত ও অর্জিত প্রতিরক্ষা
সাধারণ অ্যান্টিজেন-
হ্যাপ্টেন
টলারোজেন
অ্যালারজেন
নিচের কোনটি সঠিক?
কয়েকটি সাধারণ অ্যান্টিজেন
■ ইপিটোপ (Epitope): অ্যান্টিজেনধর্মী জটিল প্রোটিনের যে অংশ অনাক্রম্যতন্ত্রের অ্যান্টিবডি বা B কোষ বা T কোষ দ্বারা শনাক্ত হয় তাকে ইপিটোপ (epitope) বা অ্যান্টিজেনিক ডিটারমিনেট (antigenic determinant) বলে। একটি অ্যান্টিজেনধর্মী প্রোটিনের একাধিক ইপিটোপ থাকতে পারে।
■ হ্যাপ্টেন (Haptens): অনেকসময় বিশেষ ক্ষুদ্র রাসায়নিক অণু নিজে অ্যান্টিজেন না হলেও কোনো বৃহৎ প্রোটিন বা বৃহৎ কোনো অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে অ্যান্টিজেনধর্মী হয়ে পড়ে এবং অ্যান্টিবডির সাথে আবদ্ধ হয়। এসব পদার্থকে হ্যাপ্টেন (hapten) বলে। হ্যাপ্টেনগুলো বিশেষ প্রোটিনের উপর ইপিটোপ হিসেবে কাজ করে।
■ অ্যালারজেন (Allergen): অনেকসময় দেখা যায় যে অক্ষতিকর কিছু বস্তু যেমন- ধুলোবালি, পরাগরেণু কিংবা বিড়ালের লোম ইত্যাদির উপস্থিতিতে অনাক্রম্যতন্ত্র অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া করে। ফলে অ্যালার্জি সৃষ্টি হয়। এগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং এদের অ্যালারজেন (allergen) বলে ।
■ সুপারঅ্যান্টিজেন (Superantigen): যেসব অ্যান্টিজেন T কোষের নন-স্পেসিফিক ধরনের সক্রিয়করণ করে বিপুল
পরিমাণ সাইটোকাইন নিঃসরণ ঘটায় তাদের সুপারঅ্যান্টিজেন বলে।
■ টলারোজেন (Tolerogen): যেসব অ্যান্টিজেনিক বস্তু তাদের আণবিক গঠনের কারণে কোনো সুনির্দিষ্টম অনাক্রম্যতন্ত্রকে সাড়া না দেয়ায় উদ্বুদ্ধ করে তাদের টলারোজেন বলে ।
■ T-নির্ভর অ্যান্টিজেন (T-dependent antigen): যেসব অ্যান্টিজেনের অ্যান্টিবডি উৎপাদনে B লিম্ফোসাইটকে উদ্বুদ্ধ করতে helper T কোষের উপস্থিতির প্রয়োজন হয় তাদের T-নির্ভর অ্যান্টিজেন বলে।
■ T-স্বাধীন অ্যান্টিজেন (T-independent antigen): যেসব অ্যান্টিজেনের অ্যান্টিবডি উৎপাদনে B লিম্ফোসাইটকে উদ্বুদ্ধ করতে helper T কোষের উপস্থিতির প্রয়োজন হয় না তাদের T-স্বাধীন অ্যান্টিজেন বলে ।
■ অনাক্রম্যপ্রকট অ্যান্টিজেন (Immunodominant antigens): অনাক্রম্যতায় সাড়াদানের ক্ষেত্রে যেসব অ্যান্টিজেন অন্য সকল অ্যান্টিজেন কিংবা সংক্রমক হতে প্রকট তাদের অনাক্রম্যপ্রকট অ্যন্টিজেন বলে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আধুনিকা বীনা প্রথম থেকেই তার সন্তানকে বিভিন্ন কৃত্রিম বেবি ফুড খাওয়াতে থাকেন।।কিছুদিন পর থেকে তার সন্তান প্রায়ই বিভিন্ন অসুখে ভুগতে থাকে।
★বীণা তার সন্তানকে মাতৃদুগ্ধের পরিবর্তে কৃত্রিম বেবিফুড দেন;কারন—
i.মাতৃদুগ্ধ পান করানো বেশ কষ্টসাধ্য
ii. বাচ্চার দৈহিক বিকাশের উপযুক্ত খাদ্য ভেবে
iii.আধুনিকা থেকে সৃষ্ট অহমিকা বোধের কারণে
নিচের কোনটি সঠিক?
ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি?
জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে 'দেহের
প্রতিরক্ষায় রক্তের ভূমিকা' বোঝালেন।
নিচের কোনটি উদ্দীপক সংশ্লিষ্ট?
মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান যোদ্ধা কোনটি?