মানবদেহের সহজাত ও অর্জিত প্রতিরক্ষা
জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে 'দেহের
প্রতিরক্ষায় রক্তের ভূমিকা' বোঝালেন।
নিচের কোনটি উদ্দীপক সংশ্লিষ্ট?
রক্ত মাধ্যম প্রতিরক্ষা (Humoral Immunity) : প্রতিরক্ষাতন্ত্রের বিশেষ কোষ থেকে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে রক্তরস, লসিকা বা টিস্যুরস বাহিত হয়ে অ্যান্টিজেন শনাক্তকরণের মাধ্যমে যখন জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে তখন তাকে রক্ত মাধ্যম প্রতিরক্ষা বলে । এক্ষেত্রে B-লিম্ফোসাইট প্রধান ভূমিকা রাখে । B-লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে যা সুনির্দিষ্টভাবে বহিরাগত অণুজীব ও তাদের সৃষ্ট বিষের সাথে যুক্ত হয়ে তাদেরকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে ।

শ্বেত রক্তকণিকার অন্যতম প্রধান কণিকা লিম্ফোসাইট। লিম্ফোসাইট দুধরনের : (১) T-কোষ ও (২) B-কোষ । B-লিম্ফোসাইট কয়েক উপধরনে বিভক্ত যার একটি হচ্ছে প্লাজমা B-কোষ, সংক্ষেপে প্লাজমাকোষ নামে পরিচিত প্লাজমাকোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। প্রয়োজনে প্রত্যেক প্লাজমাকোষ প্রতি সেকেন্ডে কয়েক হাজার অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে । মানুষের দেহে প্রায় ১০০ মিলিয়ন (১০ কোটি) ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আধুনিকা বীনা প্রথম থেকেই তার সন্তানকে বিভিন্ন কৃত্রিম বেবি ফুড খাওয়াতে থাকেন।।কিছুদিন পর থেকে তার সন্তান প্রায়ই বিভিন্ন অসুখে ভুগতে থাকে।
★বীণা তার সন্তানকে মাতৃদুগ্ধের পরিবর্তে কৃত্রিম বেবিফুড দেন;কারন—
i.মাতৃদুগ্ধ পান করানো বেশ কষ্টসাধ্য
ii. বাচ্চার দৈহিক বিকাশের উপযুক্ত খাদ্য ভেবে
iii.আধুনিকা থেকে সৃষ্ট অহমিকা বোধের কারণে
নিচের কোনটি সঠিক?
ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি?
মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান যোদ্ধা কোনটি?
নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়?