নিউরন,স্নায়ুতন্তের শ্রেনিবিন্যাস,মস্তিষ্কের গঠন কাজ
মধ্যমস্তিষ্ক নিয়ে তথ্য হলো-
আয়তনে সবচেয়ে ছোট
এটি দুটি অংশে বিভক্ত
দর্শন ও শ্রবণে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
হাইপোথ্যালামাসের নিচে একটি ক্ষুদ্র অঞ্চল। পৃষ্ঠীয় দিকে দুটি গোলাকার খণ্ড এবং অঙ্কীয় দিকে দুটি নলাকার ও পুরু স্নায়ুরজ্জু নিয়ে গঠিত। মধ্য মস্তিষ্ক নিচের অংশ গুলো নিয়ে গঠিত -টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরিব্রাল পেডাঙ্কল।
কাজ: দর্শন ও শ্রবণের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন তৈরি করে। দেহের ভারসাম্য রক্ষা ও নড়াচড়া নিয়ন্ত্রণ করে। অগ্র ও মধ্যমস্তিষ্কের মধ্যে যোগাযোগ স্থাপন করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রতিবর্তী ক্রিয়া-
i. সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রিত
ii. মস্তিষ্ক নিয়ন্ত্রিত
iii. অনৈচ্ছিক আচরণ
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি নিউরাল নালির প্রাচীরে দেখা যায়?
দুটি স্নায়ুকোষের মিলনস্থলকে কী বলে?
অনেকে ১০-১১ ঘন্টা ঘুমান।অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে বিষন্নতা,স্থুলতা বিভিন্ন রোগ হয়।
উদ্দিপকের উল্লিখিত ঘটনা মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে?