নিউরন,স্নায়ুতন্তের শ্রেনিবিন্যাস,মস্তিষ্কের গঠন কাজ
দুটি স্নায়ুকোষের মিলনস্থলকে কী বলে?
সিন্যাপস (Synapse)
স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরনে গঠিত হলেও নিউরনগুলোর মধ্যে কোনো প্রত্যক্ষ প্রোটোপ্লাজমীয় সংযোগ থাকে না । সাধারণত একটি নিউরনের অ্যাক্সন-প্রান্ত অন্য নিউরনের ডেনড্রাইট-প্রান্তের খুব কাছে অবস্থান করে কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না । এভাবে, দুটি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল যেখানে একটি নিউরনের অ্যাক্সনের প্রান্ত শেষ হয় এবং অন্য একটি নিউরন শুরু হয়, তাকে সিন্যাপস বলে । স্নায়ু উদ্দীপনা সিন্যাপসের মাধ্যমে কেবল একদিকে (এক নিউরনের অ্যাক্সন থেকে অপর নিউরনের ডেনড্রাইট বা কোষদেহে) পরিবাহিত হয় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রতিবর্তী ক্রিয়া-
i. সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রিত
ii. মস্তিষ্ক নিয়ন্ত্রিত
iii. অনৈচ্ছিক আচরণ
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি নিউরাল নালির প্রাচীরে দেখা যায়?
মস্তিষ্কের কাজ হলো-
i. দেহে চাপ, তাপ, ব্যথা, ভয় নিয়ন্ত্রণ করা
ii. দেহে চিন্তা, স্মৃতি, জ্ঞান, ইচ্ছা নিয়ন্ত্রণ করা
iii. খাদ্য গ্রহণ, জনন, রেচন, চলাফেরা নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
কোথায় পিনিয়াল গ্রন্থির অবস্থান?