৮.দিনলিপি/প্রতিবেদন-১০
(ক) বাংলা নববর্ষ উদযাপন বিষয়ে একটি দিনলিপি লেখ।
অথবা,
(খ) তোমার দেখা একটি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সম্পর্কে প্রতিবেদন লেখ।
(ক) উত্তরঃ
১৪ই এপ্রিল, ২০১৮
মানিকগঞ্জ।
এবার বাংলা নববর্ষ উদযাপন করতে এসেছি গ্রামে। ঠিক গ্রাম নয়, ছোট শহর বলা যায়। সঙ্গে এসেছেন আব্বা, আম্মা, ভাই-বোন, মামা সবাই। ভোরে ঘুম থেকে উঠে ফুরফুরে বাতাসে কিছুক্ষণ সবুজ প্রকৃতিতে মিশে গেলাম। তারপর পুকুরে গোসল সেরে নতুন পাঞ্জাবি পায়জামা পরে বেরিয়ে পড়লাম। এখানকার স্কুল মাঠের পাশে বিশাল বটগাছের নিচে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠান। সবুজ ঘাসের উপর বসে কখনো নবীনদের সম্মিলিত কন্ঠে, কখনো একক কন্ঠে গান শুনে ভালো লাগল। তিন রাস্তার মোড়ে গেরুয়া পোশাক পরা বাউলরা মন মাতানো গান গাইছেন, শুনলাম কিছুক্ষণ। এর মধ্যেই চাচাত ভাই টেনে নিয়ে চলল নদীর পাড়ে। নৌকাবাইচ হবে। দশ বারোটা নৌকা চমৎকারভাবে সাজানো, ঢোল খঞ্জনি বাজিয়ে গান হচ্ছে। স্থানীয় এমপি সাহেব এসে গেছেন। শুরু হলো বাইচ। নৌকার দু’দিকে বসা রঙিন পোশাক পরা লোকেরা বৈঠা ফেলছে একতালে আর তর তর করে নৌকার ছুটে চলছে। কারা জিতল জানা হলো না, আলোচনা সভায় যোগ দিলাম। আলোচকরা খুব চমৎকার বললেন। নতুন কিছু বিষয় জানলাম। লাঞ্চ প্যাকেট দেওয়া হলো, খেয়ে নিলাম। তারপর ভাই বোনেরা মিলে আব্বা আম্মার সাথে ছুটলাম মেলায়। হাটের মাঠে মেলা। অনেক লোকের সমাগম, হরেক রকম দোকান, নানা রকম আওয়াজ। এর মধ্যে ঘুরে ঘুরে দরদাম করে নানা জিনিস কিনতে এবং দেখতে খুব ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে আসছে। সুতারাং সারাদিনের মিষ্টি আনন্দ নিয়ে এবার বাড়ি ফেরা।
(খ) উত্তরঃ
বরাবর
অধ্যক্ষ
আবুজর গিফারি কলেজ
মালীবাগ, ঢাকা।
জনাব,
আপনার স্মারক নং .....তারিখ..... মোতাবেক আপবার কলেজে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সম্পর্কে সরেজমিনে পর্যবেক্ষন করে নিম্নোক্ত প্রতিবেদন আপনার অবগতির জন্য পেশ করছি।
ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পরীক্ষা কেন্দ্র হিসেবে আবুজর গিফারি কলেজ কয়েক বছর ধরেই সুনামের সঙ্গে কাজ করছে। এটি ঢাকার মালিবাগ এলাকায় অবস্থিত। এবারও এটি উচ্চ মাধ্যমিক ২০১৮ এর পরীক্ষা কেন্দ্র। আমি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষার দিন কলেজের গেট দিয়ে ঢোকার সময় দেলহেছি, কর্তব্যরত পুলিশের উপস্থিতিতে কলেজের সিকিউরিটি গার্ড তিনজিন পরীক্ষার্থীকে সার্চ করে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন। মোবাইলসহ কোনো কাগজপত্র এমনকি মানিব্যাগও তারা ভেতরে নিতে দিচ্ছে না। অবশ্য মানিব্যাগের টাকা পরীক্ষার্থীরা নিয়ে যেতে পারছে।
পরীক্ষা শুরুর ১৫মিনিট আগেই পরিদর্শকরা হলে গিয়ে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। ঠিক দশটায় পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে পরিদর্শকরা সাহায্য করেছেন। কিন্তু কোনো পরীক্ষার্থীক কোনো ধরনের অসুদপায় অবলম্বনের সুযোগ দেয় নি। ফলে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে। দু-একটা হলে প্রথম দিন প্রশ্ন নিয়ে গুঞ্জনের সৃষ্টি হয়েছিল, তবে প্রশ্নপত্র পুরোটা দেখতে বলা হলে গুঞ্জন থেমে যায়।
পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন অসুস্থ ছিল। তাদের জন্য বরাদ্দ কক্ষটা ছোট হওয়ায় তারা মৃদু ক্ষোভ প্রকাশ করে। তাছাড়া কক্ষের সঙ্গে কোনো টয়লেট ছিল না। তাদের কক্ষের জন্য কোনো পিয়নও ছিল না। ফলে কিছুটা অসুবিধা হয়েছিল। পিয়ন স্বল্পতার জন্য দু-একটি কক্ষে কিছুটা অসন্তোষ দেখা গেছে। হিসাববিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষার দিন পরিদর্শকেত কড়াকড়ির নামে বাড়াবাড়ির কথা জানা গেছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের মন্তব্য 'এটা শোভন ছিল না'। তাছাড়া প্রাকটিক্যাল পরীক্ষার সময় বিশেষ করে পদার্থ ও রসায়নের দিন অর্থ আদায় ও পরীক্ষার্থীদের সঙ্গে অসহযোগিতার কথা শোনা গেছে, যা মোটেই কাম্য নয়।
এসব ছোটখাটো ত্রুটি ছাড়া পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল খুবই সন্তোষজনক।
প্রতিবেদক
লিমন আখতার।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমার কলেজে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর।
(ক) চা বাগান দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ।
অথবা,
(খ) তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে-প্রতিষ্ঠান প্রধানের কাছে একটি প্রতিবেদন পেশ কর।
(ক) তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপন বিষয়ে একটি দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) 'ডেঙ্গুজ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রতিবেদন রচনা কর।
(ক) তোমার কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতির দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি কর।