৮.দিনলিপি/প্রতিবেদন-১০
(ক) চা বাগান দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ।
অথবা,
(খ) তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে-প্রতিষ্ঠান প্রধানের কাছে একটি প্রতিবেদন পেশ কর।
(ক) উত্তরঃ
২২ জানুয়ারি ২০১৭,
শুক্রবার।
পাহাড়ি টিলায় সবুজ চা বাগান ও বিচিত্র দৃশ্যের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের চা বাগানগুলাে। প্রায় ১৫০টি চা বাগান ছড়িয়ে আছে সিলেট জুড়ে। তাছাড়া শ্রীমঙ্গলে পৃথিবীর সর্ববৃহৎ চা বাগান। দেশের একমাত্র চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআর আই। শ্রীমঙ্গলেই অবস্থিত । দীর্ঘদিন যাবৎ এই জায়গা দর্শনের ইচ্ছা থাকলেও বাস্তবে যাওয়ার সৌভাগ্য হলাে গত জানুয়ারি মাসে। ২২ জানুয়ারি সকালে আমরা মা, বাবা, ভাই-বােনসহ পুরাে পরিবার ঢাকা থেকে সিলেটে রওয়ানা হই। সকাল ১০ টার দিকে আমরা সিলেটে পৌছালাম । শ্রীমঙ্গলের একটি হােটেলে উঠলাম আমরা । ফ্রেশ হয়ে কিছু হালকা খাবার খেয়ে নিলাম । দুপুর ১২টার দিকে আমরা দেশের একমাত্র চা গবেষণা কেন্দ্র ভ্রমণে গেলাম । একজন গাইড আমাদের চা কারখানা ও টেস্টিংল্যাব দেখালেন। এখানে বিভিন্ন প্রজাতির চা দেখে আমরা অভিভূত হলাম । অতঃপর আমরা একটি রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার শেষ করলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর পুনরায় বিটিআরআই ঘুরে দেখা শুরু করলাম। সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে অবস্থান করলাম । তারপর হােটেলে ফিরে গেলাম । ২৩ জানুয়ারি ২০১৭, শনিবার সকাল ৭টায় আমরা ঘুম থেকে উঠলাম। এরপর নাশতা সেরে রওয়ানা হলাম দেশের সর্ববৃহৎ চা বাগানের উদ্দেশে । চা বাগানে পৌছাতেই মন জুড়ানাে সবুজের সমারােহ দেখে মুগ্ধ হলাম। দেখলাম পাহাড়ের টিলায় সারি সারি চা বাগান । যতদূর চোখ যায় শুধ চা গাছ আর চা গাছ। আমরা বাগানের ভিতর প্রবেশ করলাম। কিছুদূর যেতে না যেতেই দেখলাম কিছু পুরুষ ও মহিলা চা পাতা সংগ্রহ করছে। আমরা সবাই মিলে অসংখ্য ছবি উঠালাম। দুপুরের দিকে আমরা চা বাগান থেকে বের হলাম । দুপুরের খাওয়া শেষে আরও কিছুক্ষণ ঘােরাঘুরি করলাম। বিকালের নাশতা শেষে আমরা সাত রঙের চা পান করলাম। আসলে শ্রীমঙ্গলের তাজা চা-এর। স্বাদই আলাদা। এই দিন রাতে আমরা সিলেটেই অবস্থান করলাম । পরের দিন আমরা ঢাকায় ফিরে এলাম । অল্প কয়েক ঘণ্টার ভ্রমণ হলেও পুরাে পরিবারসহ ঘােরাঘুরি এবং প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের যে অপূর্ব অভিজ্ঞতা তা ভুলবার নয় ।
(খ) উত্তরঃ
বরাবর
অধ্যক্ষ
হলিক্রস কলেজ, ঢাকা।
বিষয় : কলেজে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন।
সূত্র : হ.ক. ২০২১/৩৪ (ক)
জনাব,
সম্প্রতি সমাপ্ত কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন পেশে আদিষ্ট হয়ে নিম্ন লিখিত প্রতিবেদন উপস্থাপন করছি।
‘‘হলিক্রস কলেজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত’’
১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে মহারানি স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে ২১শে ফেব্রুয়ারি ২০২১ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের শিক্ষক জনাব রণজির কুমার সেন। তাঁরই নির্দেশনায় সব ধরনের কর্মসূচি প্রণয়ন করা হয়।
২. ভোর হতে না হতেই বিদ্যালয়ের শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান আরম্ভ হয়। ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রীরা ফুল হাতে খালি পায়ে এসেছিল শহীদমিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। শিক্ষকদের নেতৃত্বে শহীদ মিনারের সামনে সকল ছাত্রছাত্রী সমবেত কণ্ঠে উচ্চারণ করেছিল একুশের সেই অমর গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’
৩. পুষ্পাঞ্জলি নিবেদনের পর সকাল ৯ টায় শুরু হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবৃত্তি, স্বরচিত কবিতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদমিনারের সামনে আমগাছের নিচে ঘাসের গালিচায় আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠান। প্রথমে প্রখ্যাত কবি-সাহিত্যিকদের আন্তর্জাতিক মাতৃভাষা সংক্রান্ত কবিতা আবৃত্তি করেছিল ছাত্রছাত্রীরা। পরে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন চাত্রছাত্রীসহ শিক্ষকবৃন্দ। কবিতা পাঠ ও আবৃত্তি শেষে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মূল উপজীব্য ছিল জন্মভূমি ও মা-মাটির গান।
৪. সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সবশেষে ছিল আলোচনা সভা। প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কয়েকজন শিক্ষক ও ছাত্রছাত্রী। সবার বক্তব্য ছিল মহান আন্তর্জাতিক মাতৃভাষার ওপর।
অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে উদ্যাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালায় ছাত্রছাত্রীরা আগ্রহ সহকারে অংশগ্রহণ করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নতুন প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে ধরা দিয়েছিল এই অনুষ্ঠান।
প্রতিবেদকের নাম ও ঠিকানা : সুজনা ইয়াসমিন, বিজ্ঞান বিভাগ।
প্রতিবেদনের শিরোনাম :
প্রতিবেদন তৈরির সময় : সন্ধ্যা ৭টা।
প্রতিবেদনের তারিখ : ২৫শে ফেব্রুয়ারি, ২০২১।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমার কলেজে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর।
(ক) তোমার কলেজে মহান বিজয় দিবস উদ্যাপন বিষয়ে একটি দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) 'ডেঙ্গুজ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রতিবেদন রচনা কর।
(ক) বইমেলা সম্পর্কে দিনলিপি লিখ।
অথবা,
(খ) নির্বাচনি পরীক্ষায় প্রথম হওয়ার দিনের দিনলিপি লেখ।