৬ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
ii) দৈন্যতা সবসময় ভালো নয়।
iii) চোখে হলুদফুল দেখছি।
iv) ইহার আবশ্যক নাই।
v) একের বোঝা, দশের লাঠি।
vi) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
vii) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
viii) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগি। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্টিত নয়ই, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভূল করার প্রতিযোগীতায় নেমেছে।
(ক) উত্তরঃ
i) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
উত্তর: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
ii) দৈন্যতা সবসময় ভালো নয়।
উত্তর : দীনতা সবসময় ভালো নয়।
iii) চোখে হলুদফুল দেখছি।
উত্তর: চোখে শরর্ষে ফুল দেখছি।
iv) ইহার আবশ্যক নাই।
উত্তর: ইহার আবশ্যকতা নাই।
v) একের বোঝা, দশের লাঠি।
উত্তর: দশের লাঠি একের বোঝা।
vi) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
উত্তর: আপনি সপরিবারে আমন্ত্রিত।
vii) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
উত্তর: এখানে গোরুর খাঁটি দুধ পাওয়া যায়।
viii) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
উত্তর: তার সৌজন্যে মুগ্ধ হলাম ।
(খ) উত্তরঃ
আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্রই অমনোযোগী । বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্ট নয়ই বরং অবস্থা দেখে মনে হয়, তারা যেন ভুল করার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ।
বিদ্বানজনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয়। সৌহার্দতা আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা গ্লান হওয়ায় আমরা সশঙ্কিত। তবুও নিরাশায় ডুবে থাকলে চলবে না।-এ ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে জানাই সুস্বাগত।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ।
(i)তিনি সম্ভান্তশালী বংশে জন্মেছেন।
(ii)রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর।
(iii) দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি।
(iv) অদ্যবধি তাহার দেখা নাই।
(v) বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
(vi) হাটে কলস ভাঙা।
(vii) অন্যায়ের ফল দুর্নিবার্য।
(viii) সব পাখিরা নীড় বাঁধে না।
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
ii) তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়।
iii) আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
iv) এখানে প্রবেশ নিষেধ।
v) পড়ে পাতায় নিশির পাতায় শিশির।
vi) সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
vil) দারিদ্র্যতা আমাদের অভিশাপ।
viii) তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। বিশ্বের প্রায় তিরিশ কোটি বাংলাভাষাভাষী। ভাষীক দিক হইতে পৃথিবীতে এই ভাষার স্থান পঞ্চম। কিন্তু আমাদের বাংলাদেশেই এটির সর্বস্তরে ব্যবহার নেই, কারণ মানষিক দৈন্যতা। ভাষাকে আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত করতে হলে কমিটমেন্ট প্রয়োজন।
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) নিরোগী লোক আসলে সুখী।
ii) সারা জীবন ভুতের মজুরি খেটে মরলাম।
iii) এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ.।
iv) দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছতা সাধন দরকার।
v) পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান।
vi) এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা।
vii) স্বজনেরা মরাদাহ করতে শশ্মানে গেছেন।
viii) সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
বাল্মিকীর রামায়নই সবচেয়ে বেশি জনপ্রিয়। যে সকল লোকসমূহ এ গ্রন্থ পাঠ করিয়াছে তাহারা ছাড়াও অনেক অশিক্ষিত জনগন এর কাহিনি জানেন বা শুনেছেন। বিদ্যাদেবী স্বরস্বতীর শুভাশীর্ষে ইদানিংকালে অনেক ছাত্রীরাই এ গ্রন্থের কাহিনী সম্পর্কে কিছুটা ধারণা লাভ করে থাকে। ফলে শুধু মাত্র সাহিত্য-সংস্কৃতিতে নয়, পৌরানিক বিষয় জানার ক্ষেত্রেও শিক্ষার্থীরা পারদর্শিতার পরিচয় দিচ্ছে।