৬ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
(ক) নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ।
বিদ্বানজনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয়। সৌহার্দতা আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা গ্লান হওয়ায় আমরা সশঙ্কিত। তবুও নিরাশায় ডুবে থাকলে চলবে না।-এ ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে জানাই সুস্বাগত।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ।
(i)তিনি সম্ভান্তশালী বংশে জন্মেছেন।
(ii)রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর।
(iii) দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি।
(iv) অদ্যবধি তাহার দেখা নাই।
(v) বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
(vi) হাটে কলস ভাঙা।
(vii) অন্যায়ের ফল দুর্নিবার্য।
(viii) সব পাখিরা নীড় বাঁধে না।
(ক)
উত্তর: বিদ্বজ্জনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয় হন। সৌহার্দ আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা ম্লান হওয়ায় আমরা শঙ্কিত । তবুও হতাশায় ডুবে থাকলে চলবে না। এক্ষেত্রে যেকোনো শুভ উদ্যোগকে জানাই স্বাগত ।
অথবা,
(খ) উত্তর:
অশুদ্ধ বাক্য | শুদ্ধ বাক্য | |
|---|---|---|
১ | তিনি সম্ভ্রান্ত বংশে জন্মেছেন। | তিনি সম্ভ্রান্ত বংশে জন্মেছিলেন। |
২ | রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর। | রবীন্দ্রনাথের প্রতিভা অসাধারণ। |
৩ | দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি। | দুর্বিষহ যন্ত্রণায় ভুগছি। |
৪ | অদ্যবধি তাহার দেখা নাই। | অদ্য তাহার দেখা নাই। |
৫ | বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। | বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়। |
৬ | হাটে কলস ভাঙা। | হাটে হাঁড়ি ভাঙা। |
৭ | অন্যায়ের ফল দুর্নিবার্য। | অন্যায়ের ফল অনিবার্য। |
৮ | সব পাখিরা নীড় বাঁধে না। | সব পাখি নীড় বাঁধে না। |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found