৬ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
ii) তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়।
iii) আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
iv) এখানে প্রবেশ নিষেধ।
v) পড়ে পাতায় নিশির পাতায় শিশির।
vi) সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
vil) দারিদ্র্যতা আমাদের অভিশাপ।
viii) তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। বিশ্বের প্রায় তিরিশ কোটি বাংলাভাষাভাষী। ভাষীক দিক হইতে পৃথিবীতে এই ভাষার স্থান পঞ্চম। কিন্তু আমাদের বাংলাদেশেই এটির সর্বস্তরে ব্যবহার নেই, কারণ মানষিক দৈন্যতা। ভাষাকে আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত করতে হলে কমিটমেন্ট প্রয়োজন।
(ক) উত্তরঃ
i) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
উত্তর: পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
ii) তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়।
উত্তর: তৎকালে তার ভূমিকা সমালোচিত হয়।
iii) আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
উত্তর: আমরা তার আত্মার শান্তি কামনা করি।
iv) এখানে প্রবেশ নিষেধ।
উত্তর: এখানে প্রবেশ নিষিদ্ধ।
v) পড়ে পাতায় নিশির পাতায় শিশির।
উত্তর:
পাতায় পাতায় পড়ে নিশির শিশির।
vi) সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
উত্তর: সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি নদী নাব্যতা সংকটে।
vil) দারিদ্র্যতা আমাদের অভিশাপ।
উত্তর: দারিদ্র্য আমাদের অভিশাপ।
viii) তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি।
উত্তর: তাকে দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি।
(খ) উত্তরঃ
বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। বিশ্বের প্রায় ত্রিশ কোটি বাংলাভাষাভাষী। ভাষার দিক হতে পৃথিবীতে এই ভাষার স্থান পঞ্চম। কিন্তু আমাদের বাংলাদেশেই এটির সর্বস্তরে ব্যবহার নেই, কারণ মানসিক দীনতা। ভাষাকে আন্তর্জাতিক মানদন্ডে উন্নীত করতে হলে অঙ্গীকার প্রয়োজন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই