২.বাংলা বানানের নিয়ম(৫)
(ক) ণত্ব বিধান কী? ণত্ব বিধানের চারটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা, (
খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো।
প্রানীবিদ্বা, ঐক্যতান, ভৌগলিক, পৈত্রিক, শারিরীক, মুমুর্ষ, সম্বর্ধনা, শিরচ্ছেদ।
ক) উত্তরঃ
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য- ণ ব্যবহারের নিয়মকে ণত্ব- বিধান বলে। এক কথায় বলা যায়,তৎসম শব্দের বানানে ণ-এর শুদ্ধ ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।
ণত্ব বিধানের নিয়ম-
১. ঋ,র,ষ এর পরে ণ হয়। যেমন- ঘৃণা, ঋণ, তৃণ, ঋণ,হরিণ,কৃষাণ।
২. একই শব্দের মধ্যে ঋ,র,ষ বর্ণের পরে ক-বর্গ (ক,খ,গ,ঘ,ঙ) প-বর্গ (প,ফ,ব,ভ,ম) ,য,ব,হ অথবা অনুস্বার (ং) থাকলে তার পরে ণ হয়। যেমন- পূর্বাহ্ণ,অপরাহ্ণ,দর্পণ, দ্রবণ।
৩. ট-বর্গের (ট,ঠ,ড,ঢ) এর পরে যুক্ত বর্ণে ণ হয়। যেমন- ঘণ্টা,লণ্ঠন,কণ্ঠ,দণ্ড,প্রচণ্ড।
৪. প্র,পরা,নির,পরি এর পর ণ হয়।যেমন- প্রমাণ,পরিণাম,নির্ণয় ইত্যাদি।
অথবা,
খ)
উত্তর:
অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
প্রানীবিদ্বা | প্রাণিবিদ্যা |
ঐক্যতান | ঐকতান |
ভৌগলিক | ভৌগোলিক |
পৈত্রিক | পৈতৃক |
শারিরীক | শারীরিক |
মুমুর্ষ | মুর্মূষু |
সম্বর্ধনা | সংবর্ধনা |
শিরচ্ছেদ | শিরশ্ছেদ |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
কৃতীত্ব, কর্ণেল, বুৎপত্তি, ব্যঙ, পিপিলিকা, নিরপরাধী, নিক্কণ, স্নেহাশীষ।
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অ তৎসম শব্দের যে কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণসহ লিখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
আকাংখা, উজ্জল, কুজ্জটিকা, পিপিলিকা, আশাঢ়, শান্তনা, গীতাঞ্জলী, পিত্রিদত্ত।
(ক) যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো।
i. অন্যায়ের প্রতিফলন দুর্নিবার।
ii. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
iii. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
iv. একথা প্রমাণ হয়েছে।
V. সে সভায় উপস্থিত ছিলেন।
vi. ইহার আবশ্যক নাই।
vii. বিরাট গরু ছাগলের হাট।
viii. সাবধান পূর্বক চলবে।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো:
নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধম্মের মানেও তাই।
(ক) বাংলা একাডেমির প্রমিত অ-তৎসম শব্দের বানানের যে কোন পাঁচটি নিয়ম লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :
অহরাত্রি, আশীষ, জেষ্ঠ্য, দূরাবস্থা, পৈত্রিক, বিদুষি, মুহূর্মুহু, স্নেহাশীষ।