২.বাংলা বানানের নিয়ম(৫)
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
কৃতীত্ব, কর্ণেল, বুৎপত্তি, ব্যঙ, পিপিলিকা, নিরপরাধী, নিক্কণ, স্নেহাশীষ।
(ক) উত্তরঃ
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়মঃ
ক. তৎসম শব্দের বানান অপরিবর্তিত থাকবে। যেমন : চন্দ্র, সূর্য, নদী, ভাষা ইত্যাদি।
খ. যেসব তৎসম শব্দের বানানে ই এবং ঈ অথবা উ এবং উ উভয় রূপই শুদ্ধ, সেসব শব্দের বানানে কেবল ই এবং উ বসবে। যেমন : শ্রেণি, উষা ইত্যাদি।
গ. তৎসম এবং অতৎসম শব্দে কোথাও রেফের পরে দ্বিত্ব হবে না। যেমন : অর্জন, | অর্চনা, ধর্ম, কীর্তন ইত্যাদি।
ঘ. শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন : ক্রমশ, প্রায়শ, মূলত ইত্যাদি।
ঙ. সন্ধি দ্বারা গঠিত শব্দে ক খ গ ঘ-এর আগে ং এবং ঙ দুটোই শুদ্ধ । যেমন : অহঙ্কার/অহংকার, সঙ্গীত/সংগীত ইত্যাদি।
(খ) উত্তরঃ
কৃতীত্ত | কৃতিত্ব |
কর্ণেল | কর্নেল |
বুৎপত্তি | ব্যুৎপত্তি |
ব্যঙ | ব্যাঙ |
পিপিলিকা | পিপীলিকা |
নিরপরাধী | নিরপরাধ |
নিক্কণ | নিক্বণ |
স্নেহাশীষ। | স্নেহাশিস |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অ তৎসম শব্দের যে কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণসহ লিখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
আকাংখা, উজ্জল, কুজ্জটিকা, পিপিলিকা, আশাঢ়, শান্তনা, গীতাঞ্জলী, পিত্রিদত্ত।
(ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
অনুসূয়া, মনোপুত, পৈত্রিক, আয়ত্ব, নুপুর, মূর্ছনা, সমিচিন, ইতিমধ্যে।
(ক) বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত সর্বশেষ বানানরীতি অনুযায়ী পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
অপেক্ষমান, অধিনস্থ, চলশক্তি, কৃচ্ছতা, শান্তনা, মরুদ্দ্যান, মহিয়সী, কেবলমাত্র।
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
বিশবৃক্ষ, মহার্ঘ্য, লক্ষ্মি, প্রদ্বীপ, প্রতীযোগীতা, দীর্ঘজিবি, বৈচিত্র,' খ্রীষ্টাব্দ।