২.বাংলা বানানের নিয়ম(৫)
(ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
অনুসূয়া, মনোপুত, পৈত্রিক, আয়ত্ব, নুপুর, মূর্ছনা, সমিচিন, ইতিমধ্যে।
(ক) উত্তরঃ
বাংলা ব্যাকরণের একটি বিবর্তনশীল অধ্যায়। নানা বিবর্তনের মধ্য দিয়ে। বাংলা বানান আজকের পর্যায়ে এসেছে। বানানের এই পরিবর্তনের ধারায় বাংলা একাডােম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলা একাডেমি প্রবতিত প্ৰামত বাংলা বানানের নিয়ম থেকে ছয়টি নিয়ম নিচে উল্লেখ করা হলাে :
ক. তৎসম শব্দের বানান অপরিবর্তিত থাকবে। যেমন : চন্দ্র, সূর্য, নদী, ভাষা ইত্যাদি।
খ. যেসব তৎসম শব্দের বানানে ই এবং ঈ অথবা উ এবং উ উভয় রূপই শুদ্ধ, সেসব শব্দের বানানে কেবল ই এবং উ বসবে। যেমন : শ্রেণি, উষা ইত্যাদি।
গ. তৎসম এবং অতৎসম শব্দে কোথাও রেফের পরে দ্বিত্ব হবে না। যেমন : অর্জন, | অর্চনা, ধর্ম, কীর্তন ইত্যাদি।
ঘ. শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন : ক্রমশ, প্রায়শ, মূলত ইত্যাদি।
ঙ. সন্ধি দ্বারা গঠিত শব্দে ক খ গ ঘ-এর আগে ং এবং ঙ দুটোই শুদ্ধ । যেমন : অহঙ্কার/অহংকার, সঙ্গীত/সংগীত ইত্যাদি।
(খ) উত্তরঃ
অশুদ্ধ | শুদ্ধ |
|---|---|
অনুসুয়া | অনসূয়া |
মনোপুত | মনঃপুত |
পৈত্রিক | পৈতৃক |
আয়ত্ব | আয়ত্ত |
নুপুর | নূপুর |
র্মূ্চ্ছনা | মূর্ছনা |
সমিচিন | সমীচীন |
ইতিমধ্যে | ইতোমধ্যে |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত সর্বশেষ বানানরীতি অনুযায়ী পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
অপেক্ষমান, অধিনস্থ, চলশক্তি, কৃচ্ছতা, শান্তনা, মরুদ্দ্যান, মহিয়সী, কেবলমাত্র।
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
দূরবস্থা, শশ্ল্যান, স্বামীগৃহ, জাজ্জল্যমান, বাল্মিকি, কথোপোকথন, পৈত্রিক, সম্বর্ধনা।
(ক) 'অতৎসম' শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
অধীনস্ত, আত্বস্ত, চতুস্কোন, জাজ্বল্যমান, মনোকষ্ট, স্মরনার্থী, গ্রাহ্যনীয়, বাঞ্চা।