২.বাংলা বানানের নিয়ম(৫)
(ক) যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো।
i. অন্যায়ের প্রতিফলন দুর্নিবার।
ii. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
iii. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
iv. একথা প্রমাণ হয়েছে।
V. সে সভায় উপস্থিত ছিলেন।
vi. ইহার আবশ্যক নাই।
vii. বিরাট গরু ছাগলের হাট।
viii. সাবধান পূর্বক চলবে।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো:
নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধম্মের মানেও তাই।
ক) উত্তরঃ
i. অন্যায়ের প্রতিফলন দুর্নিবার।
উত্তর: অন্যায়ের ফল অনিবার্য।
ii. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
উত্তর: তার সৌজন্যে মুগ্ধ হলাম।
iii. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
উত্তর: মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।
iv. একথা প্রমাণ হয়েছে।
উত্তর: একথা প্রমাণিত হয়েছে।
V. সে সভায় উপস্থিত ছিলেন।
উত্তর: সে সভায় উপস্থিত ছিল।
vi. ইহার আবশ্যক নাই।
উত্তর: ইহার আবশ্যকতা নাই।
vii. বিরাট গরু ছাগলের হাট।
উত্তর: গোরু-ছাগলের বিরাট হাট।
viii. সাবধান পূর্বক চলবে।
উত্তর: সাবধানে চলবে।
খ) উত্তরঃ
নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। তাহলে বোঝা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
কৃতীত্ব, কর্ণেল, বুৎপত্তি, ব্যঙ, পিপিলিকা, নিরপরাধী, নিক্কণ, স্নেহাশীষ।
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অ তৎসম শব্দের যে কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণসহ লিখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
আকাংখা, উজ্জল, কুজ্জটিকা, পিপিলিকা, আশাঢ়, শান্তনা, গীতাঞ্জলী, পিত্রিদত্ত।
(ক) বাংলা একাডেমির প্রমিত অ-তৎসম শব্দের বানানের যে কোন পাঁচটি নিয়ম লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :
অহরাত্রি, আশীষ, জেষ্ঠ্য, দূরাবস্থা, পৈত্রিক, বিদুষি, মুহূর্মুহু, স্নেহাশীষ।
(ক) প্রমিত বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
বিদ্যান, অনুর্ধ, পুরশকার, ফটোস্টাট, শান্তনা, উপরোক্ত, মুখুস্ত, নুন্যতম।