১১ সংলাপ / খুদেগল্প
(ক) এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখ।
অথবা,
(খ) নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প লেখ।
সকাল থেকেই আকাশে ঘন কালে মেঘ, টিপটিপ বৃষ্টি পড়ছে। এর মধ্যেই জরুরি কাজে আনিস রাস্তায় নামল...
(ক) উত্তরঃ
সােহেল : কেমন আছ? আরমান : ভালাে বন্ধু । তুমি কেমন আছ?
সােহেল : ভালাে আছি। তবে পরীক্ষা নিয়ে খুব চিন্তিত আছি।
আরমান : তুমি তােমার রসায়ন বিষয়টি সম্পূর্ণ আয়ত্তে আনতে পারনি?
সােহেল : রসায়নে আমি সব পড়ে ফেলেছি। বুঝেও পড়েছি কিন্তু তবুও মনে হচ্ছে সবই ভুলে যাচ্ছি।
আরমান : চিন্তা করাে না বন্ধু, পরীক্ষার আগে এমনই হয়। আমারও মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। দেখবে পরীক্ষায় ঠিকই সব লিখতে পারবে। শ্রেণি পরীক্ষার সময়ও এমনই হয়েছিল, না?
সােহেল : হ্যা, কিন্তু এইচএসসি পরীক্ষাটি মনে একটি বাড়তি চাপ সৃষ্টি করেছে। তােমার রসায়নে প্রস্তুতি কেমন?
আরমান : ভালাে। আমি ভয় পাচ্ছি বাংলা প্রথম পত্র নিয়ে । সৃজনশীল বিষয়ে কেমন উদ্দীপক হয়, তাই নিয়ে ।
সােহেল : উদ্দীপক যেমনই হােক, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলাে মূল বইয়ের প্রতিটি অংশ ভালােভাবে পড়া । এমন উদ্দীপকই দেবে, যেটা পাঠ্যবইয়ের সাথে সাদৃশ্যপূর্ণ অথবা বৈসাদৃশ্যপূর্ণ অথবা পাঠ্যবিষয়ের খণ্ডাংশের চিত্র। এই সাদৃশ্য, বৈসাদৃশ্য ও খণ্ডাংশকে তুমি তখনই যথার্থভাবে চিত্রিত করতে পারবে, যখন তুমি মূল বই ভালােভাবে পড়বে।
আরমান : ঠিক বলেছ বন্ধু, আর চিন্তা করব না। আমি এভাবেই পড়ব।
সােহেল : আমিও রসায়ন নিয়ে আর ভাববাে না। শুধু পড়ব আর লিখব। তাহলেই আত্মবিশ্বাস বাড়বে।
আরমান : পড়ার মাঝখানে বিশ্রাম নেবে। এতে পড়াটা ভালােভাবে মনে থাকবে।
সােহেল : ধন্যবাদ বন্ধু।
আরমান : তােমাকেও ধন্যবাদ।
(খ) উত্তরঃ
সকাল থেকেই আকাশে ঘন কালে মেঘ, টিপটিপ বৃষ্টি পড়ছে। এর মধ্যেই জরুরি কাজে আনিস রাস্তায় নামল ছাতা মাথায় দিয়ে। আগামীকাল তার পরীক্ষা কিন্তু বিদ্যুৎ নেই। সারা রাত বিদ্যুৎ না থাকলে প্রচণ্ড কষ্ট হবে। পড়াশোনা করা যাবে না। এসব ভেবে আনিসের মন খারাপ। এই বৃষ্টির মধ্যে সে বাইরে বের হয়েছে মোমবাতি কিনবে বলে। তার বন্ধু আসাদের কাছে একটি বই আছে। সেটিও তার খুব দরকার। কিন্তু আসাদের বাসায় আনিস যাবে কি না চিন্তা করছে। রাস্তায় গাড়ি চলাচল খুব কম। শীত শীত করছে তার। হঠাৎ, বিদ্যুৎ চমকে উঠল, আনিস কিছুটা ভয় পেয়েছে। কিন্তু তবুও সে হেঁটে চলেছে। মোমবাতি কিনে বাড়ি ফিরবে। আসাদের বাসায় আজ আর সে যাবে না। ঠিক এ মুহূর্তেই শুরু হলো ঝড়। সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি। কী করবে সে। একটি বাড়ির ব্যালকনিতে সে আশ্রয় নিল। ঝড়-বৃষ্টি থামার নাম নেই যেন। প্রায় দেড় ঘণ্টা পার হয়ে গেছে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে গেছে। আনিসের শীত করছে। সে একটু একটু ভয়ও পাচ্ছে, অন্ধকারে কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ভয়ে তার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। বাসায় মা চিন্তা করছেন নিশ্চয়; কালকের পরীক্ষায় কী করবে এসব চিন্তা আনিসের মাথায় ঘুরপাক খাচ্ছে। রাত বেড়েই চলছে। কিন্তু বৃষ্টি-ঝড় থামার লক্ষণ নেই। হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত হলো আনিসের পাশেই। ভয় পেয়ে আনিস চিৎকার করে উঠল। এমন সময় আনিস অবাক হয়ে দেখল তার পোষা কুকুর টমিকে। আনিস অত্যন্ত আনন্দিত হয়ে উঠল। টমি নিশ্চয় আনিসের খোঁজে এতদূরে চলে এসেছে। টমিকে সঙ্গে নিয়ে প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যেই সে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নিল।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বই মেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
অথবা,
(খ) হারানো শিশু ও পথচারীর মাঝে একটি সংলাপ তৈরি কর।
(ক) ইন্টারনেটের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো।
অথবা,
(খ) 'রক্তঝরা ফাগুন' শিরোনামে একটি খুদে গল্প লেখ ।
(ক) শব্দ দূষণের কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
অথবা,
(খ) উপযুক্ত শিরোনামসহ নিচের সংকেত অনুসরণে একটি খুদে গল্প লেখ: জকি অনেক জমির মালিক। জীবনের নেশাও যেন তার শুধু জমি কেনা। তার স্ত্রী তাকে জমি কেনা থেকে বারণ করতে পারছে না। তাদের একমাত্র মেয়ে জুহির পড়াশুনার দিকেও সে নজর দিতে পারছে না। জমি বিক্রির খবর পেলেই সে বিক্রেতার সাথে যোগাযোগ করতে……