১১ সংলাপ / খুদেগল্প
(ক) বই মেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
অথবা,
(খ) হারানো শিশু ও পথচারীর মাঝে একটি সংলাপ তৈরি কর।
(ক) উত্তরঃ
রিসাদ : শুভ বিকাল। তুমি কেমন আছ ফাহিম?
ফাহিম : শুভ বিকাল। আমি ভালো আছি। তুমি কেমন আছ আসাদ?
রিসাদ : আমিও ভালো। গতকাল বিকেলে তুমি কোথায় গিয়েছিলে?
ফাহিম : আমি আমার বোনের সাথে একুশে বইমেলায় গিয়েছিলাম।
রিসাদ : এবার মেলা থেকে কী কী বই কিনলে ফাহিম?
ফাহিম : কোনো বই কিনি নি, শুধু ক্যাটালগ সংগ্রহ করেছি। ক্যাটালগ দেখে বইয়ের তালিকা করব তারপর কিনবো। তাছাড়া বই মেলা তো শুধু বই কেনার জন্য নয়।
রিসাদ : তা হলে কীসের জন্য?
ফাহিম : বই মেলায় বইয়ের সঙ্গে পাঠকের সংযোগ ঘটে।
রিসাদ : হ্যাঁ, তা ঠিক বলেছ। বই মেলায় বইয়ের সঙ্গে শুধু পাঠকের সংযোগ ঘটে না, বরং পাঠকের সঙ্গে পাঠকের, পাঠকের সঙ্গে প্রকাশকের, পাঠকের সঙ্গে লেখকের সংযোগ ঘটে।
ফাহিম : আসাদ, তুমি না গত সপ্তায় মেলায় গিয়েছিলে? তুমি কী বই কিনলে?
রিসাদ : আমি মেলায় গিয়ে ছিলাম একটি সেমিনারে অংশ নেয়ার জন্য এবং কিছু সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য। তবে বইও কিছু কিনেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সেলিনা হোসেনের ‘গায়ত্রী সন্ধ্যা’, ‘নীল ময়ূরের যৌবন’ ও ‘চাঁদবেনে’।
ফাহিম : সেলিনা হোসেনের এই বইগুলো অবশ্য আমি পড়েছি। খুব ভালো লেগেছে।
রিসাদ : মেলায় বইয়ে দামের যে ছাড় দেয় তা যথেষ্ট নয়। আরো ছাড় দেয়া উচিৎ। মেলায় যে বই ৩০% কমিশন দেয় সেই বই নীলক্ষেতে কিনা যায় ৩৫% থেকে ৪০% কমিশনে।
ফাহিম : হ্যাঁ, তা ঠিক বলেছো। তাছাড়া বইয়ের মূল পাঠক ছাত্র-ছাত্রীরা কিন্তু এদের ক্রয় ক্ষমতা কম। তাই এদের জন্য মেলায় বেশি সুযোগ থাকা দরকার ছিল।
রিসাদ : হ্যাঁ, তাই হওয়া উচিত। আজ আসি বন্ধু। আবার দেখা হবে। খোদা হাফেজ।
ফাহিম : খোদা হাফেজ।
(খ) উত্তরঃ
পথচারী : এই তুমি কাঁদছ কেন?
শিশু : আমি রাস্তা খুঁজে পাচ্ছি না।
পথচারী : আহা! তোমার নাম কী, বাবু?
শিশু : আবির।
পথচারী : তোমার বাবার নাম কী?
শিশু : বাবা।
পথচারী : উঁম... বুঝেছি। আর তোমার মায়ের নাম।
শিশু : আমার মায়ের নাম মা।
পথচারী : তুমি এখানে কী করে এলে?
শিশু : জানি না, আমি মায়ের কাছে যাব [ কান্না শুরু করে দিল ]
রাজিব : কী হইছে?
পথচারী : বাচ্চাটা হারিয়ে গেছে। বাবা-মায়ের নাম বলতে পারছে না। কী করা যায় বলুন তো!
রাজিব : বাড়ির ঠিকানা? এইহানে কেমনে আইলো কিছুই কইতে পারতাছে না?
পথচারী : বলতে পারলে তো কোনো সমস্যা ছিল না।
রাজিব : তাইলে তো দারুণ বিপদ। চলেন ওরে নিয়া থানায় যাই। পুলিশের সাহায্য নিলে হয়তো ঠিকানা পাওয়া যাইব। আর অরে এইহানে রাখাটা ঠিক হইবো না। বিপদ হইতে পারে।
পথচারী : আপনি ঠিকই বলেছেন ভাই। বাবু চলো আমার সাথে, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই