(c) A ও B দুইটি স্থির বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে (3,4) ও (3,6) । AB বাহুর উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ ABC এর C বিন্দুটি AB রেখার সাপেক্ষে মূলবিন্দুর বিপরীত পাশে অবস্থিত হলে, C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
সমাধান: : মনে করি, সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক C(x,y)∴AB2=BC2=CA2. যখন, BC2=CA2 হতে পাই,⇒⇒⇒⇒⇒⇒⇒∴(3−x)2+(6−y)2=(x−3)2+(y−4)2(6−y)2−(y−4)2=0(6−y+y−4)(6−y−y+4)=02(−2y+10)=0⇒y=5∵⋯(1)AB2=BC2হতেপাই, ∣4−6∣2=(3−x)2+(6−y)24=9−6x+x2+(6−5)2[∵y=5]x2−6x+6=0x=2.1−(−6)±36−24=26±12
=26±23=3±3
A ও B বিন্দুর ভুজ 3 এবং C বিন্দুটি AB রেখার সাপেক্ষে মূলবিন্দুর বিপরীত পাশে অবস্থিত বলে, C এর ভুজ 3 অপেক্ষা বেশী হবে।
∴C বিন্দুর স্থানাঙ্ক (3+3,5)
[ বি. দ্র. MCQ এর ক্ষেত্র , তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক