লিঙ্গ নির্ধারণ নীতি, সেক্সলিঙ্কড ডিসঅর্ডার ও রক্তের বংশগতি জনিত সমস্যা
স্বাভাবিক মাতা ও হিমোফিলিক পিতার কন্যার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের বাহক কন্যা সন্তানের শতকরা হার হবে-
তাদের কন্যার জিনোটাইপ হবে , কারণ সে মায়ের কাছ থেকে একটি স্বাভাবিক ক্রোমোজোম এবং বাবার কাছ থেকে একটি হিমোফিলিক ক্রোমোজোম পাবে। এই কন্য৷ বাহক হবে, কিন্তু রোগাক্রান্ত হবে না।এখন, এই বাহক কন্যার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের জিনোটাইপ কী হতে পারে, তা দেখা যাক:
এখন, এই বাহক কন্যার সঙ্গে স্বাভাবিক পুরুযের বিবাহ হলে তাদের সন্তানদের জিনোটাইপ কী হতে পারে, তা দেখা যাক:
জননকোষ:
কন্যার জননকোষ:
পুরুযের জননকোষ:

এখানে সম্ভাব্য জিনোটাইপগুলি হলো:
মোট চারটি সম্ভাব্য ফলাফল আছে। এর মধ্যে বাহক কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা একটি। অতএব, বাহক কন্যা সন্তানের শতকরা হার হবে: ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সুমি-সুমন দম্পত্তি স্বাভাবিক বাক-শ্রবণক্ষম, কিন্তু তাদের উভয়েরই মাতা-পিতা ছিলেন মূক-বধির।
রাজুর বয়স ১২ বছর। একদিন খেলতে গিয়ে তার হাত কেটে যায় এবং রক্ত বের হয়। রক্ত বন্ধ না হওয়ায় তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে তিনি বললেন, এটি একটি সেমিলিথাল জিন দ্বারা সৃষ্ট রোগ।
উদ্দীপকের উল্লেখিত রোগটি হলো-
i. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রক্ত তঞ্চনঘটিত ত্রুটি
ii. Y ক্রোমোজোমে ১টি প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের ফল
iii. দুই প্রকারের হয়
নিচের কোনটি সঠিক?
রাহি একজন বর্ণান্ধ। সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন রুহিকে বিয়ে করে। কিছুদিন পর তাদের সন্তান হয়।
রাহি ও রুহির বংশধরদের মধ্যে—
i. ১ম বংশধরে সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হয়
ii. ১ম বংশধরে পুত্র বর্ণান্ধ হয়
iii. ২য় বংশধরে একজন, পুত্র বর্ণান্ধ হবে
নিচের কোনটি সঠিক?
রাজুর বয়স ১২ বছর। একদিন খেলতে গিয়ে তার হাত কেটে যায় এবং রক্ত বের হয়। রক্ত বন্ধ না হওয়ায় তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে তিনি বললেন, এটি একটি সেমিলিথাল জিন দ্বারা সৃষ্ট রোগ।
উদ্দীপকে বর্ণিত রোগটির নাম কী?