লিঙ্গ নির্ধারণ নীতি, সেক্সলিঙ্কড ডিসঅর্ডার ও রক্তের বংশগতি জনিত সমস্যা
রাহি একজন বর্ণান্ধ। সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন রুহিকে বিয়ে করে। কিছুদিন পর তাদের সন্তান হয়।
রাহি ও রুহির বংশধরদের মধ্যে—
i. ১ম বংশধরে সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হয়
ii. ১ম বংশধরে পুত্র বর্ণান্ধ হয়
iii. ২য় বংশধরে একজন, পুত্র বর্ণান্ধ হবে
নিচের কোনটি সঠিক?
বর্ণান্ধতার প্রধান কারণ হচ্ছে বংশগতি যা মা-বাবা থেকে তার সন্তানদের মাঝে সঞ্চারিত হয়। উদ্দীপকের বর্ণান্ধ রাহি ও স্বাভাবিক রুহির বিয়ে হলে তাদের প্রজননে চারটি গ্যামিট তৈরি হয় যার মধ্যে একটি গ্যামিট বর্ণান্ধ বাহক সম্পন্ন। ফলে সেই গ্যামিট কন্যা সন্তানদের দেহে সঞ্চারিত হলে তারা বর্ণান্ধ বাহক হবে। যেহেতু রাহির থেকে তার পুত্রদের দেহে কোনো বর্ণান্ধ বাহক গ্যামিট সঞ্চারিত হয় না, তাই তারা স্বাভাবিক হবে। তবে রাহির সন্তানদের অনুরূপ বৈশিষ্ট্যসম্পন্ন নারী- পুরুষের মাঝে বিয়ে হলে ২য় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ, একজন পুত্ৰ ও কন্যা স্বাভাবিক এবং একজন কন্যা বর্ণান্ধ বাহক হবে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found