ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু
সংজ্ঞা লিখ:
i) প্রোটোডার্ম, ii) প্রো-ক্যাম্বিয়াম, iii) গ্রাউন্ড মেরিস্টেম
i. প্রোটোডার্ম: যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে।
ii. প্রো-ক্যাম্বিয়াম: ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রো-ক্যাম্বিয়াম বলে।
iii. গ্রাউন্ড মেরিস্টেম: শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা ও মজ্জা বশ্বি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ভাজক টিস্যুর প্রোটোডার্মের কাজ হলো-
i. মূলত্বক তৈরি
ii. কর্টেক্স তৈরি
iii. এপিডার্মিস তৈরি
নিচের কোনটি সঠিক?
গাটেশন কোনটিতে ঘটে?
শ্রম-বণ্টনের লক্ষ্যে বহুকোষী উদ্ভিদ দেহের মূল, কাণ্ড ও পাতায় বিভিন্ন ধরনের টিস্যু লক্ষ্য করা যায়। উদ্ভিদের 'B' টিস্যু 'A' টিস্যু থেকে সৃষ্টি হয়। 'A' টিস্যু অপরিণত, বিভাজনক্ষম হলেও 'B' টিস্যু পরিণত ও বিভাজনে অক্ষম।
পার্শ্বীয় বৃদ্ধির ফলে কোনটি উৎপন্ন হয়?
i. ইন্টারফ্যাসিক্যুলার ক্যাম্বিয়ামে
ii.কর্ক ক্যাম্বিয়াম
iii. প্রোটোডার্ম
নিচের কোনটি সঠিক?