ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু
গাটেশন কোনটিতে ঘটে?
পানি-পত্ররন্ধ্র বা হাইডাথোড (Hydathode): পানি-পত্ররন্ধ্র এক বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। খাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় প্রচণ্ড গরমের দিনে পানির ফোটার স্যার দেখে এ অঙ্গের অবস্থান জানা যায়। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটে। বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদদেহ থেকে পানি এ রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্রপথকে পানি-পত্ররন্ধ্র বলে। অন্যভাবে, পানির বহিঃক্ষরণকারী ছিদ্রপথই হলো হাইডাথোড বা পানি-পত্ররন্ধ্র। এর শীর্ষে রক্ষীকোষে আবদ্ধ একটি রন্ধ্র থাকে। রন্ধ্রের নিচে একটি গহ্বর থাকে। গহ্বরের নিচে। অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, এগুলোকে বলা হয় এপিথেম বা এপিথেলিয়াম (epithelium)। এপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিডের শেষপ্রান্ত অবস্থিত। মূলজ চাপে পানি ট্রাকিডের শেষপ্রান্ত দিয়ে এপিথেলিয়ামের মাধ্যমে বিন্দু আকারে রন্ধ্রপথে জমা হয়। ভোরে এসব জল বিন্দু দেখা যায়। অন্য সময় পানি দ্রুত বাষ্পায়িত হয় এবং সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয় বলে তা দেখা যায় না। হাইডাথোড দিয়ে তরল
পানি বের হয়ে যাওয়াকে নিস্রাবণ বা পানি নির্গমন বা গাটেশন (Exudation or guttation বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ভাজক টিস্যুর প্রোটোডার্মের কাজ হলো-
i. মূলত্বক তৈরি
ii. কর্টেক্স তৈরি
iii. এপিডার্মিস তৈরি
নিচের কোনটি সঠিক?
শ্রম-বণ্টনের লক্ষ্যে বহুকোষী উদ্ভিদ দেহের মূল, কাণ্ড ও পাতায় বিভিন্ন ধরনের টিস্যু লক্ষ্য করা যায়। উদ্ভিদের 'B' টিস্যু 'A' টিস্যু থেকে সৃষ্টি হয়। 'A' টিস্যু অপরিণত, বিভাজনক্ষম হলেও 'B' টিস্যু পরিণত ও বিভাজনে অক্ষম।
পার্শ্বীয় বৃদ্ধির ফলে কোনটি উৎপন্ন হয়?
i. ইন্টারফ্যাসিক্যুলার ক্যাম্বিয়ামে
ii.কর্ক ক্যাম্বিয়াম
iii. প্রোটোডার্ম
নিচের কোনটি সঠিক?
যে সকল উদ্ভিদের ভাজক টিস্যুতে কর্টেক্স, মজ্জা এবং মজ্জা রশ্মি গঠিত হয় তাদের কী বলে?