চাহিদা সোপান তত্ত্ব
লায়ন ফ্যাশনস লি. চুক্তিভিত্তিক ব্যবস্থাপক নিয়োগ দিতে চান। কিন্তু ব্যবস্থাপকদের এ পদ্ধতি পছন্দ না। এক্ষেত্রে চাহিদা সোপান তে কোন স্তরের সীমাবদ্ধতা রয়েছে?
চুক্তিভিত্তিক ব্যবস্থাপক নিয়োগ কোন চাকরি স্থায়িত্বের সুযোগ সুবিধা থাকবে না যার কারনে এতে চাহিদা সোপান তত্ত্বের নিরাপত্তার স্তরের সীমাবদ্ধতা রয়েছে।
নিরাপত্তা চাহিদা :
জৈবিক প্রয়োজন পূরণের পর মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে নিরাপত্তার। ভয়হীন গ।ঝুঁকিমুক্ত ও নিরাপদ বাঁচতে পাড়ার চাহিদাকে নিরাপত্তা চাহিদা বলে। সে নিজেকে ও তার পরিবারকে বর্তমান ও ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ঝুঁকের হাত থেকে রক্ষা করতে চাইশ এজন্য সে চায় চাকরির স্থায়িত্ব ভবিষ্যৎ নিরাপত্তা উন্নয়ন সুযোগ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
চাকরির পদোন্নতির সাথে বড় বাসা পেয়ে ব্যাংক কর্মকর্তা মি.স্বপন বন্ধু ও সহকর্মীদের বাসায় দাওয়াত দিয়েছেন। অনেকের সাথেই নতুন করে সখ্যতা গড়েছেন। পরে নতুন ব্যাংকে শাখা ব্যবস্থাপকের চাকরি পেয়ে এখন বন্ধুদের পার্টির ব্যয়ভার বহন করেন। পরে চাহিদার যে পর্যায়ে তিনি পৌঁছেছেন তাতে তার প্রত্যাশার বিষয় হতে পারে-
i. দামি গাড়ি
ii. সেরা ব্যবস্থাপক পুরস্কার
iii. নিজ নামে এলাকায় স্কুল প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
জনাব রকিব 'ঘুড়ি' নামক সোপ ফ্যক্টরির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি কর্মীদেরকে পর্যাপ্ত বেতন-ভাতা দিয়ে থাকেন। তবে কোনো প্রকার কাজে গাফিলতি হলেই তাকে তিনি চাকরি থেকে বরখাস্ত করেন। ফলে কর্মীরা সব সময় ভয়ে তটস্থ থাকে কখন তাদের চাকরি হারাতে হয়। এমনকি পরিবারের কোনো আনন্দ অনুষ্ঠানে উপস্থিত হতে কর্মীদেরকে ছুটি মঞ্জুর করেন না। প্রতিষ্ঠনের সকল কর্মীই চায় এ অবস্থার অবসান হোক। অপরদিকে ইদানীং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় জনাব রকিব চিন্তিত।
মি. রহিম 'চৌধুরী টেক্সটাইল লি.'-এর একজন মেশিন অপারেটর। তিনি একজন সহযোগিতা মনোভাবাপন্ন ও বন্ধুসুলভ নির্বাহীর অধীনে কাজ করতে চান। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী মি. রহিম কোন ধরনের চাহিদা অনুভব করছেন?
চাকরির পদোন্নতির সাথে বড় বাসা পেয়ে ব্যাংক কর্মকর্তা মি. স্বপন বন্ধু ও সহকর্মীদের বাসায় দাওয়াত দিয়েছেন। অনেকের সাথেই নতুন করে সখ্যতা গড়েছেন। পরে নতুন ব্যাংকে শাখা ব্যবস্থাপকের চাকরি পেয়ে এখন বন্ধুদের পার্টির ব্যয়ভার বহন করেন। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী মি. স্বপন প্রথমত চাহিদা সোপান তত্ত্বের কোন পর্যায়ে ছিলেন?