চাহিদা সোপান তত্ত্ব
চাকরির পদোন্নতির সাথে বড় বাসা পেয়ে ব্যাংক কর্মকর্তা মি.স্বপন বন্ধু ও সহকর্মীদের বাসায় দাওয়াত দিয়েছেন। অনেকের সাথেই নতুন করে সখ্যতা গড়েছেন। পরে নতুন ব্যাংকে শাখা ব্যবস্থাপকের চাকরি পেয়ে এখন বন্ধুদের পার্টির ব্যয়ভার বহন করেন। পরে চাহিদার যে পর্যায়ে তিনি পৌঁছেছেন তাতে তার প্রত্যাশার বিষয় হতে পারে-
i. দামি গাড়ি
ii. সেরা ব্যবস্থাপক পুরস্কার
iii. নিজ নামে এলাকায় স্কুল প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব হল একটা অভাব বা চাহিদা পূরণ হলে আরেকটা অভাব মানুষের সামনে এসে দাড়ায়- চাহিদার এই রূপ পরিবর্তনের ধারায় মানুষকে কিভাবে প্রেষণা দেওয়া যায়। ৫টি ধাপে ভাগে এই চাহিদা সোপান তত্ত্বকে ভাগ করা যায়। এর মধ্য একটি ধাপ হলো আত্মতৃপ্তি বা অহমবোধ। সমাজে অন্যদের থেকে নিজেকে একটু উচ্চতায় ও ওপরে উঠার আগ্রহ কে আত্মতৃপ্তি বলে।এই ধাপে ব্যক্তি বড় গাড়ি, বড় বাড়ি, যশ, সুনাম প্রভাব ইত্যাদি অনুভব করে।
উদ্দিপকের মি.স্বপন আত্মতৃপ্তির চাহিদার পর্যায়ে রয়েছেন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব রকিব 'ঘুড়ি' নামক সোপ ফ্যক্টরির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি কর্মীদেরকে পর্যাপ্ত বেতন-ভাতা দিয়ে থাকেন। তবে কোনো প্রকার কাজে গাফিলতি হলেই তাকে তিনি চাকরি থেকে বরখাস্ত করেন। ফলে কর্মীরা সব সময় ভয়ে তটস্থ থাকে কখন তাদের চাকরি হারাতে হয়। এমনকি পরিবারের কোনো আনন্দ অনুষ্ঠানে উপস্থিত হতে কর্মীদেরকে ছুটি মঞ্জুর করেন না। প্রতিষ্ঠনের সকল কর্মীই চায় এ অবস্থার অবসান হোক। অপরদিকে ইদানীং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় জনাব রকিব চিন্তিত।
মি. রহিম 'চৌধুরী টেক্সটাইল লি.'-এর একজন মেশিন অপারেটর। তিনি একজন সহযোগিতা মনোভাবাপন্ন ও বন্ধুসুলভ নির্বাহীর অধীনে কাজ করতে চান। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী মি. রহিম কোন ধরনের চাহিদা অনুভব করছেন?
চাকরির পদোন্নতির সাথে বড় বাসা পেয়ে ব্যাংক কর্মকর্তা মি. স্বপন বন্ধু ও সহকর্মীদের বাসায় দাওয়াত দিয়েছেন। অনেকের সাথেই নতুন করে সখ্যতা গড়েছেন। পরে নতুন ব্যাংকে শাখা ব্যবস্থাপকের চাকরি পেয়ে এখন বন্ধুদের পার্টির ব্যয়ভার বহন করেন। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী মি. স্বপন প্রথমত চাহিদা সোপান তত্ত্বের কোন পর্যায়ে ছিলেন?
কল্লোল কোম্পানির মহাব্যবস্থাপক মি. আকিব। তিনি বড় অঙ্কের বেতন - ছাড়াও কোম্পানি প্রদত্ত মার্সিডিস গাড়ি এবং ডুপ্লেক্স বাড়ি পান। প্রায়ই কোম্পানির নিজ খরচে তিনি ইউরোপ-আমেরিকা ভ্রমণ করেন। মি. আকিব মাসলোর প্রেষণা তত্ত্বের কোন স্তরে অবস্থান করছেন?