প্রকৃতিতে রুই মাছের প্রজনন, নিষেক ও রুই মাছের সংরক্ষণ
রুই মাছের লার্ভার বায়ুথলি কত ঘন্টা পর ডিম্বাকার ধারণ করে?
রুই মাছের জীবনচক্রঃ
৩৬ ঘন্টা পর লার্ভায় বক্ষ-পাখনা ও নিচের ঠোট স্পষ্ট দেখা যায়।
৪৮ ঘন্টা পর লার্ভা ৬.০-৬.৪ মি.মি. হয়।
৭২ ঘন্টা পর লার্ভার বায়ুথলি ডিম্বাকার ধারণ করে এবং বক্ষীয়-পাখনা স্পষ্ট হয়।কুসুম থলি বিলীন হয়ে যায় এবং লার্ভা দশার সমাপ্তি ঘটে।
৯৬ ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে।কুসুমথলি প্রায় মিলিয়ে যায় এবং এটি ধানীপোনা বা আঙ্গুলিপোনা হিসেবে পরিচিত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
স্বাদু পানির জলাশয়ের একটি সাধারণ বৃহদাকৃতির মাছ হলো রুই। এই মাছের দেহ রূপালি আঁইশে আবৃত। বিভিন্ন কারণে এ রূপালি সম্পদ আজ হুমকির সম্মুখীন। । এ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত।

উদ্দীপকের A ও B অঙ্গদ্বয় নিচের কোনগুলো?
রুই মাছের জীবন চক্রর ক্ষেত্রে প্রযোজ্য
l.পেরিব্লাস্ট
Il.ট্রোকোব্লাস্ট
Ill.এপিব্লাস্ট
নিচের কোনটি ঠিক?
রুই মাছের প্রজননে-
i.পানির তাপমাত্রা 24-28°C
ii.পানিতে অধিক অক্সিজেনের উপস্থিতি দরকার হয়
iii. স্রোতহীন পরিবেশে অ্যাটরেশিয়া ঘটে
নিচের কোনটি সঠিক?