প্রকৃতিতে রুই মাছের প্রজনন, নিষেক ও রুই মাছের সংরক্ষণ
রুই মাছের জীবন চক্রর ক্ষেত্রে প্রযোজ্য
l.পেরিব্লাস্ট
Il.ট্রোকোব্লাস্ট
Ill.এপিব্লাস্ট
নিচের কোনটি ঠিক?
রুই মাছের জীবন চক্র (Life cycle)
ভ্রূণীয় পরিস্ফুটন (Development of Embryo) : রুই মাছের জাইগোটের ব্যাস ৪.১-৪.৮ মিলিমিটার হয় । এর ভ্রূণীয় পরিস্ফুটন খুব তাড়াতাড়ি সংঘটিত হয় । জাইগোট সৃষ্টির ৩০-৪৫ মিনিট পরই ক্লিভেজ শুরু হয়। ক্লিভেজ মেরোরাস্টিক ধরনের। কোনো প্রাণীর ডিমে যখন ভেজিটাল পোলে (মেরুতে) বেশি পরিমাণে কুসুম থাকায় সম্পূর্ণ ডিমটি ক্লিভেজ প্রক্রিয়ায় বিভক্ত হতে পারেনা তখন নিষিক্ত নিউক্লিয়াসটি কুসুমের পৃষ্ঠতলে একটি ক্ষুদ্র অংশে আশ্রয় নিয়ে ক্লিভেজের প্রস্তুতি নেয়। অংশটি ক্রমশ একটি ছোট ঢিবির মতো দেখায়। এ অংশের ভিতর ক্লিভেজ ঘটে। এ ধরনের ক্লিভেজকে মেরোরাস্টিক ক্লিভেজ (meroblastic cleavage) বলে ।
ক্লিভেজ শুরু হওয়ার পর নিউক্লিয়াসটি ২, ৪, ৮, ১৬, ৩২ এমন সংখ্যক কোষে বিভক্ত হতে থাকে । ক্লিভেজের ফলে সৃষ্ট প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়ার (blastomere) বলে । ভ্রূণটি এসময় এক থোকা আঙ্গুরের মতো দেখায় । এর নাম মরুলা (morula) । ভ্রূণের পরিস্ফুটনের ক্ষেত্রে মরুলা ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ বেশি ঝাঁকুনিতে ভ্রূণ কুসুম থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করতে পারে। ব্লাস্টোমিয়ারগুলো আরও বিভক্ত ও সুশৃঙ্খল হয়ে ব্লাস্টোডার্ম (blastoderm) নামক এককোষীয় স্তরে বিন্যস্ত হয়। ক্লিভেজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্লাস্টোমিয়ারগুলোর মাঝে একটি ফাঁপা জায়গা সৃষ্টি হয়ে বৃদ্ধি পায়। এ ফাঁপা স্থানটি হচ্ছে ব্লাস্টোসিল (blastocoel)। ভ্রূণটিকে তখন রাস্টুলা (blastula) বলে ।
ব্লাস্টোডার্মের কোষগুলো প্রথম দিকে কুসুমের উপর টুপির মতো বিন্যস্ত থাকে । কোষ বিভাজন অব্যাহত থাকায় কোষগুলো কুসুমকে ঘিরে প্রসারিত হয় এবং এক পর্যায়ে ব্লাস্টোপোর (blastopore) নামক একটি ছিদ্রপথ ছাড়া সমগ্র কুসুমপিন্ড আবৃত হয়ে পড়ে । পরে অবশ্য ব্লাস্টোপোরও বন্ধ হয়ে যায় । রাস্টুলা ধীরে ধীরে দ্বিস্তরী গ্যাস্টুলা (gastrula)-য় পরিবর্তিত হয়।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
স্বাদু পানির জলাশয়ের একটি সাধারণ বৃহদাকৃতির মাছ হলো রুই। এই মাছের দেহ রূপালি আঁইশে আবৃত। বিভিন্ন কারণে এ রূপালি সম্পদ আজ হুমকির সম্মুখীন। । এ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত।
ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়?
১৫ দিন বয়সী পোনার দৈর্ঘ্য–
স্পার্মাটোজেনেসিস এর ক্ষেত্রে প্রযোজ্য-
স্পার্মাটোসাইট থেকে ৪টি হ্যাপ্লয়েড স্পার্মাটিড উৎপন্ন হয়
ইন্টারস্টিশিয়াল কোষ মিয়োসিস বিভাজনে স্পার্মাটোগনিয়া সৃষ্টি করে
স্ফীত মস্তক, সংকীর্ণ মধ্যখণ্ড ও লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে শুক্রাণু গঠিত
নিচের কোনটি সঠিক ?