প্রকৃতিতে রুই মাছের প্রজনন, নিষেক ও রুই মাছের সংরক্ষণ
স্পার্মাটোজেনেসিস এর ক্ষেত্রে প্রযোজ্য-
স্পার্মাটোসাইট থেকে ৪টি হ্যাপ্লয়েড স্পার্মাটিড উৎপন্ন হয়
ইন্টারস্টিশিয়াল কোষ মিয়োসিস বিভাজনে স্পার্মাটোগনিয়া সৃষ্টি করে
স্ফীত মস্তক, সংকীর্ণ মধ্যখণ্ড ও লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে শুক্রাণু গঠিত
নিচের কোনটি সঠিক ?
ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারংবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করে ।এগুলোতে স্পার্মাটোসাইট মিয়োসিস বিভাজনের মাধ্যমে ৪টি করে হ্যাপ্লয়েড স্পার্মাটিড উৎপন্ন করে।প্রত্যেক স্পার্মাটিড একেকটি স্ফীত মস্তক, সংকীর্ণ মধ্যখন্ড এবং একটি লম্বা, সরু, বিচলনক্ষম লেজযুক্ত শুক্রাণুতে পরিণত হয় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই