অংশীদারদের প্রকারভেদ ও যোগ্যতা
মোহন ফার্মের একজন অংশীদার। কিন্তু তার সংশ্লিষ্টতা সাধারণ জনগণের কাছে অজ্ঞাত ৷ মোহন______________ ধরনের অংশীদার।
আপাতদৃষ্টিতে অংশীদার ব্যবসায়ে অবসর গ্রহণ পরেও ব্যবসায় মূলধন উত্তোলন না করে বা তা ঋণ হিসেবে ব্যবসায় জমা রাখে সেক্ষেত্রে ওই অংশীদারকে আপাতদৃষ্টিতে অংশীদার বলে।
কার্যত এরূপ ব্যক্তি ব্যবসায়ী পাওনাদার, অংশীদার নয়। তবে কোন সক্রিয় অংশীদার গণ বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায়ে এভাবে থেকে গেলে তা এবং তৃতীয় পক্ষ তাকে অংশীদার মনে ব্যবসাকে লেনদেন করলে সেক্ষেত্রে অবসর গ্রহণকারী অংশীদার ওই লেনদেনের জন্য তৃতীয় পক্ষের নিকট সাধারণ অংশীদারদের ন্যায় দায়বদ্ধ হতে পারে।
অর্থাৎ এরকম অংশীদার জনগণের কাছে অজ্ঞাত থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
যখন কোন অংশীদারী ব্যবসায়ের অংশীদারগণ কোন ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেন, অথচ তিনি স্বেচ্ছায় মৌন থাকেন, তার নাম হলো:
নিম্নলিখিত কোন ব্যক্তি অংশীদার হতে পারে ?
যে সকল অংশীদার মূলধনের পরিবর্তে সুনাম বিনিয়োগ করে তাকে কোন ধরনের অংশীদার বলে?
যদি কোন অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণের পরেও ব্যবসায় হতে মূলধন উত্তোলন না করে বা তা ঋন হিসাবে ব্যবসায়ে জমা রাখে সেক্ষেত্রে ঐ অংশীদারকে বলা হয়-