অংশীদারদের প্রকারভেদ ও যোগ্যতা
যদি কোন অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণের পরেও ব্যবসায় হতে মূলধন উত্তোলন না করে বা তা ঋন হিসাবে ব্যবসায়ে জমা রাখে সেক্ষেত্রে ঐ অংশীদারকে বলা হয়-
• আপাতদৃষ্টিতে অংশীদার: যদি কোনো অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণের পরও ব্যবসায় হতে মূলধন উত্তোলন না করে বা তা ঋণ হিসেবে ব্যবসায়ে জমা রাখে সেক্ষেত্রে ঐ অংশীদারকে আপাতদৃষ্টিতে অংশীদার বলে। কার্যত এরূপ ব্যক্তি ব্যবসায়ের পাওনাদার; অংশীদার নয়।
• ঘুমন্ত অংশীদার: যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনা তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে।
• সাধারণ অংশীদার: যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশ নেয় তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে।
• আচরণে অনুমিত অংশীদার: যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথা-বার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
যখন কোন অংশীদারী ব্যবসায়ের অংশীদারগণ কোন ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেন, অথচ তিনি স্বেচ্ছায় মৌন থাকেন, তার নাম হলো:
নিম্নলিখিত কোন ব্যক্তি অংশীদার হতে পারে ?
যে সকল অংশীদার মূলধনের পরিবর্তে সুনাম বিনিয়োগ করে তাকে কোন ধরনের অংশীদার বলে?
কোন ধরনের অংশীদার মুনাফা ভোগ করে, লোকসান বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় মতামত প্রকাশের অধিকার থাকে না?