বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য
মি. রাগীব একটি গাড়ি ক্রয় করতে চান। যার ক্রয়মূল্য বাবদ উত্তরা মোটরস কোম্পানিকে আগামী চার বছর যথাক্রমে ৪০,০০,০০০ টাকা, ২০,০০,০০০ টাকা, ১০,০০,০০০ এবং ৩০,০০,০০০ টাকা অথবা প্রতি বছর ১০,০০,০০০ টাকা করে আগামী ১২ বছর পরিশোধ করতে হবে। মি. রাগীবের প্রত্যাশিত আয়ের হার ১২% ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব রফিক একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। কোম্পানি তার আবাসনের জন্য স্বল্পমূল্যে একটি ফ্ল্যাট প্রদানে আগ্রহী। কোম্পানি তাকে দুটি বিকল্প প্রস্তাব দিল। প্রথমটি হলো ফ্লাটের মূল্য বাবদ ৪,০০,০০০ টাকা করে সমান বার্ষিক কিস্তিতে ১০ বছরে পরিশোধ করা। দ্বিতীয়টি হলো ১০,০০,০০০ টাকা নগদ পরিশোধ করে অবশিষ্ট অর্থের জন্য ২,৫০,০০০ টাকা বার্ষিক কিস্তি ১০ বছরে পরিশোধ করা। জনাব রফিকের সুযোগ ব্যয়ের হার ৮%।
আশরাফ সাহেব একজন সরকারি চাকরিজীবী। তিনি ২০১৭ সালে অবসর নেন। তিনি আগামী ১০ বছর পেনশন হিসেবে প্রতি বছর ২০,০০০ টাকা করে পাবেন। আর এককালীন হিসেবে নিলে ২,০০,০০০ টাকা পাবেন। আশরাফ সাহেব প্রত্যাশা করছেন আগামীতেও সুদের হার ১০% অপরিবর্তিত থাকবে ।
অগ্রিম বার্ষিক বৃত্তির বৈশিষ্ট্য হলো-
i. নির্দিষ্ট সময় ii. সমপরিমাণ কিস্তি iii. নির্দিষ্ট সময়ের শুরুতে প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
জনাব রাতুল সন্ধ্যা ব্যাংক লি. থেকে ১০,০০,০০০ টাকা ঋণ নিয়ে একটি গাড়ি ক্রয় করেন। ব্যাংক শর্ত দিল যে, ৪ বছর ধরে প্রতি বছরের শেষে কিস্তি দিতে হবে ও
সুদের হার ১০%।