বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য
অগ্রিম বার্ষিক বৃত্তির বৈশিষ্ট্য হলো-
i. নির্দিষ্ট সময় ii. সমপরিমাণ কিস্তি iii. নির্দিষ্ট সময়ের শুরুতে প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের (আন্তপ্রবাহ ও বহিঃপ্রবাহ) ধারাকে অ্যানুইটি বলে। এই নগদ প্রবাহ যদি প্রতি বছরের শুরুতে প্রদান বা প্রাপ্তি হয় , তাকে অগ্রিম অ্যানুইটি বা বৃত্তি বলে। অগ্রিম অ্যানুইটির বৈশিষ্ট্য হলো:
১. একটি নির্দিষ্ট সময়ের ধারা থাকবে।
২. বৃত্তির পরিমাণ সমান হবে
৩. নির্দিষ্ট সময়ের শুরুতে অর্থ প্রাপ্তি বা প্রদান হবে।
যেমন: রাফি আগামী ৫ বছর প্রত্যেক বছরের শুরুতে সোনালী ব্যাংকে ২,০০০ টাকা করে জমা রাখবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব রফিক একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। কোম্পানি তার আবাসনের জন্য স্বল্পমূল্যে একটি ফ্ল্যাট প্রদানে আগ্রহী। কোম্পানি তাকে দুটি বিকল্প প্রস্তাব দিল। প্রথমটি হলো ফ্লাটের মূল্য বাবদ ৪,০০,০০০ টাকা করে সমান বার্ষিক কিস্তিতে ১০ বছরে পরিশোধ করা। দ্বিতীয়টি হলো ১০,০০,০০০ টাকা নগদ পরিশোধ করে অবশিষ্ট অর্থের জন্য ২,৫০,০০০ টাকা বার্ষিক কিস্তি ১০ বছরে পরিশোধ করা। জনাব রফিকের সুযোগ ব্যয়ের হার ৮%।
জনাব রাতুল সন্ধ্যা ব্যাংক লি. থেকে ১০,০০,০০০ টাকা ঋণ নিয়ে একটি গাড়ি ক্রয় করেন। ব্যাংক শর্ত দিল যে, ৪ বছর ধরে প্রতি বছরের শেষে কিস্তি দিতে হবে ও
সুদের হার ১০%।
একটি ব্যাংকের জানুয়ারি-১, ২০২৩ সালে ৫ বছর ব্যাপী ২,০০০ টাকা করে জমা করে প্রাপ্তি কোন ধরনের নগদ প্রবাহ?
জনাব সালাম মারোতি কোম্পানির একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। গাড়ির মূল্য ৪০ লক্ষ টাকা। বর্তমানে ১০ লক্ষ টাকা ডাউনপেমেন্ট হিসেবে পরিশোধ করেন। বাকি টাকা ৪ বছরে ৪৮ টি সমান কিস্তিতে পরিশোধ করতে পারেন। বার্ষিক সুদের হার ১০%। অন্যদিকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়িটি কিনলে আগামী ৫ বছরে প্রতি মাসে ৬০,০০০ টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে। সুযোগ ব্যয় ১৫%।