ফেব্রুয়ারি ১৯৬৯
মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
উদ্দীপকের সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ?
• উদ্দীপক অনুসারে বলা যায় যে,ভাষা প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার একটি প্রসঙ্গ উঠে এসেছে, যা সরাসরি ভাষা আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। ভাষা আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, যেখানে বাঙালির ভাষা চর্চার স্বাধীনতা কেড়ে নেওয়ার প্রচেষ্টা হয়েছিল।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'চতুর্দিকে' মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ'- পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে-
i. শাসকের অত্যাচার
ii. স্বৈরতান্ত্রিক মনোভাব
iii. অত্যন্ত নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
ওরা কারা বুনোদল ঢোকে
অস্ত্র হাতে নামে সান্ত্রী কাপুরুষ
কোটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে
উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে-
i. পাকিস্তানিদের অপশাসন
ii. হানাদারদের বর্বরতা
iii. ভাষার, কণ্ঠরোধে বাঙালি দমন
নিচের কোনটি সঠিক?
‘কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া' এখানে কাদের কথা বোঝানো হয়েছে?