ফেব্রুয়ারি ১৯৬৯
ওরা কারা বুনোদল ঢোকে
অস্ত্র হাতে নামে সান্ত্রী কাপুরুষ
কোটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে
উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে-
i. পাকিস্তানিদের অপশাসন
ii. হানাদারদের বর্বরতা
iii. ভাষার, কণ্ঠরোধে বাঙালি দমন
নিচের কোনটি সঠিক?
• "ফেব্রুয়ারি ১৯৬৯" কবিতায় পাকিস্তানিদের অপশাসন, হানাদারদের বর্বরতা এবং বাঙালির ভাষার কণ্ঠরোধের চিত্র ফুটে উঠেছে। কবিতার মধ্যে বাঙালি জাতির ওপর নিপীড়ন, ভাষার প্রতি আক্রমণ এবং দেশের স্বাধীনতার সংগ্রামের প্রতিফলন দেখা যায়। "অস্ত্র হাতে নামে সান্ত্রী কাপুরুষ" এবং "কোটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে" – এই পঙ্ক্তিগুলি পাকিস্তানিদের অপশাসন, হানাদারদের বর্বরতা এবং ভাষার অধিকার রক্ষায় সংগ্রামের প্রতিফলন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই