মাইটোসিস ও এর ধাপ
মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে?
প্রো-মেটাফেজ (Pro-metaphase) বা প্রাক-মধ্যপর্যায় (গ্রিক শব্দ pro = প্রাক + meta = মধ্য + phase = পর্যায় বা দশা) : প্রোফেজ পর্যায়ের পরবর্তী এবং মেটাফেজ পর্যায়ের অগ্রবর্তী পর্যায়কে প্রো-মেটাফেজ বলে। এটি স্বল্পস্থায়ী পর্যায়।প্রোফেজের একেবারে শেষদিকে উদ্ভিদকোষে কতগুলো তন্ত্রায় প্রোটিনের সমন্বয়ে দু'মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের (spindle apparatus) সৃষ্টি হয়। এ পর্যায়ের প্রথম দিকেই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং এক সময় বিলুপ্ত হয়ে যায়। এ পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে। প্রো-মেটাফেজ পর্যায়ে উদ্ভিদকোষে তন্তুময় প্রোটিন সমন্বয়ে গঠিত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দু'মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। এদেরকে স্পিন্ডল ফাইবার (spindle fibre) বলা হয়।প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এসময় ক্রোমোসোম একটু আন্দোলিত হয় যাকে ক্রোমোসোমীয় নৃত্য বলা হয়ে থাকে। আসলে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে ।ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী অন্ত্রকে ট্যাকশন ফাইবার (traction fibre) বলা হয়। ক্রোমোসোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। । (প্রাণিকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি এবং দুমেরু হতে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয় (i) with him আড়ান্ত পর্বে বিভক্ত পেন্সিল দু'মেরুতে অবস্থান করে
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জীবদেহে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্বের ক্ষেত্রে বলা যায়-
i. জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যাবৃদ্ধি
ii. ক্রোমোসোমের সংখ্যার সমতা রক্ষা
iii. ক্রমাগত ক্ষয় পূরণ
নিচের কোনটি সঠিক?
উচ্চ শ্রেণির জীবদেহে দুই ধরনের কোষবিভাজন সম্পন্ন হয়। এক ধরনের কোষ বিভাজনে দেহের সকল কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অপর ধরনের বিভাজনে বংশপরম্পরায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। উভয় বিভাজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবের গঠন হয়।
Oncogenesis, Necrosis, Apoptosis ককে বলে?
মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?