মাইটোসিস ও এর ধাপ
মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?
মাইটোসিস যেখানে ঘটে: মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতাসম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে, যেমন- উদ্ভিদের কাণ্ড বা তার শাখা-প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। জীবদেহের সকল অঙ্গ-প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ারই ফল। জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে।
মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলার কারণ: মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দু'অংশে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকোয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জীবদেহে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্বের ক্ষেত্রে বলা যায়-
i. জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যাবৃদ্ধি
ii. ক্রোমোসোমের সংখ্যার সমতা রক্ষা
iii. ক্রমাগত ক্ষয় পূরণ
নিচের কোনটি সঠিক?
Oncogenesis, Necrosis, Apoptosis ককে বলে?
উচ্চ শ্রেণির জাইগোটে এমন এক কোষ বিভাজন হয়, যা জীবের দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। অন্যদিকে জীবের বৈচিত্র্য নিয়ন্ত্রণের জন্য অপর একটি কোষ বিভাজনের একটি বিশেষ প্রক্রিয়া দায়ী।
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া রয়েছে যেটি জীবের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটি অনিয়ন্ত্রিত হয়ে গেলে টিউমার, ক্যান্সার ইত্যাদি সৃষ্টি হয়।