নিউরন,স্নায়ুতন্তের শ্রেনিবিন্যাস,মস্তিষ্কের গঠন কাজ
মস্তিষ্কের কাজ হলো-
i. দেহে চাপ, তাপ, ব্যথা, ভয় নিয়ন্ত্রণ করা
ii. দেহে চিন্তা, স্মৃতি, জ্ঞান, ইচ্ছা নিয়ন্ত্রণ করা
iii. খাদ্য গ্রহণ, জনন, রেচন, চলাফেরা নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
মস্তিষ্কের বিভিন্ন অংশ ও এদের কাজ ছকের মাধ্যমে দেখানো হলো
ভ্রূণীয় মস্তিষ্ক | প্রাপ্তবয়স্কের মস্তিষ্ক | কাজ |
|---|---|---|
অগ্রমস্তিষ্ক (প্রোসেনসেফালন) | সেরেব্রাম | দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, কথন, স্পর্শানুভূতি, বুদ্ধিবৃত্তি, স্মৃতিশক্তি, বিচারবুদ্ধি, ইচ্ছাশক্তি, কর্মপ্রেরণা ইত্যাদির কেন্দ্র হিসেবে কাজ করে। |
অগ্রমস্তিষ্ক (প্রোসেনসেফালন) | থ্যালামাস | গন্ধ ছাড়া অন্যান্য সংবেদী উপাত্তকে সমন্বিত করে সেরেব্রামে প্রেরণ করে; স্পর্শ, ব্যথা, চাপ, ক্রোধ, আবেগ ইত্যাদি অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে; ব্যক্তিত্বের বিকাশ ঘটায়; এবং সামাজিক আচরণের প্রকাশ ঘটায়। |
অগ্রমস্তিষ্ক (প্রোসেনসেফালন) | হাইপোথ্যালামাস | স্বয়ংক্রিয় স্নায়ু এবং দেহের আন্তঃসাম্য রক্ষা করে; পিটুইটারি গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে; ক্রোধ, ভীতি, দেহতাপ নিয়ন্ত্রণ, পরিপাক, চলন ও নিদ্রার ছন্দ এবং প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং মানসিক ও দৈহিক কাজের সমন্বয় সাধন করে। |
মধ্যমস্তিষ্ক (মেসেনসেফালন | মেসেনসেফালন | অগ্র ও পশ্চাৎত্মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে; বিভিন্ন দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে। |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই