নিউরন,স্নায়ুতন্তের শ্রেনিবিন্যাস,মস্তিষ্কের গঠন কাজ
মস্তিষ্কের অভ্যন্তরে প্রকোষ্ঠের সংখ্যা
মস্তিষ্কের ভেন্ট্রিকল (Ventricle) বা গহ্বর : মস্তিষ্কের অভ্যন্তর ভাগের গঠন নিরেট না।এখানে তরলপূর্ণ গহ্বর থাকে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডযুক্ত মস্তিষ্কের গহ্বরগুলোকে বলে ভেন্ট্রিকল বা নিলয়। যেমন—
পার্শ্বীয় ভেন্ট্রিকল (Lateral Ventricles): অগ্রমস্তিষ্কের দুটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগের প্রকোষ্ঠ দুইটিই ১ম ও ২য় ভেন্ট্রিকল । ১ম ও ২য় ভেন্ট্রিকলকে পার্শ্বীয় ভেন্ট্রিকল বলে।
তৃতীয় ভেন্ট্রিকল (Third Ventricle ) : ডায়েনসেফালনের হাইপোথ্যালামাসের মধ্যস্থ গহ্বরটিই তৃতীয় ভেন্ট্রিকল। পার্শ্বীয় ভেন্ট্রিকল দুটির সাথে দুটি ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে তৃতীয় ভেন্ট্রিকল যুক্ত থাকে ।
চতুর্থ ভেন্ট্রিকল (Fourth Ventricle) : এটি পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান করে। সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে এটি তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই