উপন্যাসঃ কাকতাড়ুয়া
বুধাকে কেউ কীসের ভয় দেখায়নি?
সঠিক উত্তর: ক) জুজুর
কাকতাড়ুয়া উপন্যাসের বুধা একজন কিশোর কিন্তু ভীষণ সাহসী ছেলেবেলায় সে ভয়ের গল্প শোনেনি । ও ভয় পায় না ,ভয় ওকে কাবু করেনা ,আসলে ভয় কি তা ও জানেই না। ও ছোটবেলায় ভূতের গল্প শুনেনি কেউ ওকে জুজুর ভয় দেখায়নি ওতো নিজের নিয়মে বড় হয়েছে যে ছেলে নিজের নিয়ম বড় হয় ভয়ের সঙ্গে তার দেখা হয় না, ভয়আড়ালেই থেকে যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বুধা হিংস্র শকুন ভাবে কাকে?
বুধার কয়জন ভাই-বোন কলেরায় মারা যায়?
তিনুর বয়স কত বছর ছিল?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
রফিক বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করে। একদিন রাজাকার শমসের আলি রফিককে ধরে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু রফিক মৃত্যুভয়ে মোটেই ভীত হয় না।
উদ্দীপকের শমসের আলি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়?