বিলুপ্তপ্রায় জীব, বিলুপ্তির কারণ ও বিলুপ্তপ্রায় জীব সংরক্ষণ
বাংলাদেশে দুটি এলাকা আছে যেখানে পর্যটকরা সুরক্ষিত যানবাহনে চড়ে উন্মুক্ত চারণকারী বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে।
উদ্দীপকে সংশ্লিষ্ট স্থান সৃষ্টির উদ্দেশ্য—
বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর সংরক্ষণ ও প্রজনন
ইকোট্যুরিজম, শিক্ষা ও গবেষণার ক্ষেত্র সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
সাফারি পার্ক (Safari Park) : সাফারি পার্ক এক ধরনের সংরক্ষিত বনভূমি যেখানে বন্য প্রাণীরা (হিংস্র প্রাণীসহ) ন্যূনতম প্রাকৃতিক পরিবেশে রক্ষিত থাকে, মুক্তাবস্থায় স্বাধীনভাবে বিচরণ করে এবং দর্শনার্থীগণ বিশেষ বাহনে অবরুদ্ধ থেকে তাদের গতিপ্রকৃতি অবলোকন করে আনন্দ লাভ করে সেই পার্ক হলো সাফারি পার্ক। সাফারি পার্কে দেশের নিজস্ব এবং বিদেশ থেকে আনা বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশে বিশেষভাবে সংরক্ষণ করা হয়। প্রাণীরা এখানে মুক্তভাবে ব্রিডিং করতে পারে। সাফারি পার্কের উদ্দেশ্য হলো : (i) ইকোট্যুরিজম, (ii) বিনোদন, (iii) কনজার্ভেশন এবং গবেষণা, (iv) জনগণের মধ্যে সংরক্ষণ সচেতনতা সৃষ্টি। বাংলাদেশে দুটি সাফারি পার্ক আছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বীজ শুকিয়ে -20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ বীজই শতাব্দী ধরে সংরক্ষণ করা যায়। এ ধরনের বীজ প্রায় ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ বীজকে বলে ?
নিচের কোনটি বাংলাদেশের একটি বিলুপ্তপ্রায় প্রাণী?
i. Gavialis gangeticus
ii. Kachuga kachuga
iii. Tenualosa ilisha
নিচের কোনটি সঠিক?
Red Data Book কত সালে প্রকাশিত হয়?
বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো-
Corypha taliera
Knema bengalensis
Shorea robusta
উপরের কোনটি সঠিক?