বিলুপ্তপ্রায় জীব, বিলুপ্তির কারণ ও বিলুপ্তপ্রায় জীব সংরক্ষণ
বীজ শুকিয়ে -20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ বীজই শতাব্দী ধরে সংরক্ষণ করা যায়। এ ধরনের বীজ প্রায় ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ বীজকে বলে ?
বীজকে শুকিয়ে –20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ উদ্ভিদ প্রজাতির বীজকেই (orthodex seed) শতাব্দীর পর শতাব্দী অঙ্কুরোদগম ক্ষমতাসহ সংরক্ষণ করে রাখা যায়। এ ধরনের বীজ মোট সবীজী উদ্ভিদের প্রায় ৭০ ভাগ।অন্য ৩০ ভাগ বীজ recalcitrant বীজ হিসেবে পরিচিত। যে সব বীজকে শুকালে অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়ে যায় তা হলো রিক্যালসিট্র্যান্ট বীজ, যেমন- আম, কাঁঠাল।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোনটি বাংলাদেশের একটি বিলুপ্তপ্রায় প্রাণী?
i. Gavialis gangeticus
ii. Kachuga kachuga
iii. Tenualosa ilisha
নিচের কোনটি সঠিক?
নাহিদা বর্ষাকালে ফরিদপুর থেকে ঢাকা আসার পথে দেখলো একটি প্রাণী হঠাৎ করে পানির উপরে উঠে আবার ডুবে গেলো। নাহিদার বাবা বললেন ওটা শুশুক।
উদ্দীপকের প্রাণীটি -
বাচ্চা প্রসব করে
নদীতে বসবাস করে
বিপন্ন হিসেবে বিবেচিত
নিচের কোনটি সঠিক ?
বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী কোনটি?