মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা (প্রথম,দ্বিতীয়, তৃতীয়)
বমি কোন ধরনের অনাক্রম্যতা?
মানবদেহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের মধ্যে
প্রথম প্রতিরক্ষা স্তর | দ্বিতীয় প্রতিরক্ষা স্তর | তৃতীয় প্রতিরক্ষা স্তর |
|---|---|---|
১. এ প্রতিরক্ষা ব্যবস্থা দেহে জীবাণুর অনুপ্রবেশ বাধাগ্রস্থ করে। | এ প্রতিরক্ষা ব্যবস্থা দেহে অনুপ্রবিষ্ট জীবাণুর প্রতিষ্ঠা লাভ অ্যান্টিবডির মাধ্যম ছাড়া অন্য কোনো উপায়ে বাধাগ্রস্থ করে। | এ প্রতিরক্ষা ব্যবস্থা দেহে অনুপ্রবিষ্ট জীবাণুর প্রতিষ্ঠা লাভ লিস্ফোসাইট বা অ্যান্টিবডির কার্যাদি দ্বারা বাধাগ্রস্থ করে। |
২. এটি সহজাত ইমিউনিটির সঙ্গে সম্পর্কিত | এটিও সহজাত ইমিউনিটির সঙ্গে সম্পর্কিত | এটি অর্জিত ইমিউনিটির সঙ্গে সম্পর্কিত |
৩. এটি জন্মগতভাবে প্রাপ্ত | এটিও জন্মগতভাবে প্রাপ্ত | এটি স্পেসিফিক অর্থাৎ জীবাণু বা অ্যান্টিজেনের প্রতি সুনির্দিষ্ট |
৪. এটি নন-স্পেসিফিক অর্থাৎ বিশেষ কোনো জীবাণু বা অ্যান্টিজেনের প্রতি সুনির্দিষ্ট নয় । | এটিও নন-স্পেসিফিক অর্থাৎ বিশেষ কোনো এটি স্পেসিফিক অর্থাৎ জীবাণু বা জীবাণু বা অ্যান্টিজেনের প্রতি সুনির্দিষ্ট নয় । | এটি স্পেসিফিক অর্থাৎ জীবাণু বা অ্যান্টিজেনের প্রতি সুনির্দিষ্ট |
৫. এ প্রতিরক্ষা ব্যবস্থার উপাদান হলো- i. ত্বক ii. লোম iii. সিলিয়া iv. কানের মোম ( সেরুমেন) v. অশ্রু, শ্লেষ্মা ও লালা vi. পাকস্থলির এসিড ও এনজাইম vii. রেচন ও জনন অঙ্গের এসিড viii.মাইক্রোবায়োম ix. মলত্যাগ ও বমি | এ প্রতিরক্ষা ব্যবস্থার উপাদান হলো- i. ফ্যাগোসাইটস ii. প্রাকৃতিক মারণ কোষ iii. কমপ্লিমেন্টতত্ত্ব iv. সাইটোকাইনস v. ইন্টারফেরন vi. অ্যাকিউট ফেজ প্রোটিন vii. প্রদাহ viii. জ্বর ix. রক্ত তঞ্চন | এ প্রতিরক্ষা ব্যবস্থার উপাদান হলো- i. লিম্ফোসাইট ii. অ্যান্টিবডি iii. স্মৃতিকোষ |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমাদের দেহ ত্বক দ্বারা আবৃত। ভৌত প্রতিবন্ধক হিসেবে এটি যেমন অন্যক্রম্যতায় অংশ গ্রহণ করে তেমনি লিম্ফোসাইট রস খাওনের মাধ্যমে অন্যক্রম্যতায় অংশ নেয়।
শিক্ষক ক্লাসে বললেন ত্বক হলো প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত এবং B লিম্ফোসাইট থেকে উৎপন্ন 'Y' আকৃতির গঠন জীবাণু ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জীববিজ্ঞান ক্লাসের স্যার বললেন, আমরা বুদ্ধিমত্তার সাথে জীবন ওকে প্রতিরোধ করে সুস্থভাবে বেঁচে আছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয় আমাদের ত্বক এবং সর্বশেষ স্তরে Y আকৃতির বিশেষ গঠন।
স্মৃতি কোষ কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে?