মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা (প্রথম,দ্বিতীয়, তৃতীয়)
স্মৃতি কোষ কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে?
যুদ্ধের সাফল্য নির্ভর করে দুটি বিষয়ের উপর:
(১) সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অনুপ্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিরক্ষা সাড়া (immune response) দান করা; এবং (২) অনুপ্রবেশকারীর কথা মনে রাখা। দুধরনের কোষ এ কাজে নিয়োজিত রয়েছে। কোষগুলো সারা দেহে সংবহিত হয়ে অনুপ্রবেশকারী জীবাণু খুঁজে বেড়ায় এবং আগের কথা মনে রেখে দ্রুত জীবাণুধ্বংসে কার্যকর ভূমিকা পালন করে । জীবাণু সম্বন্ধে আগে থেকেই ধারণা থাকায় রোগ সৃষ্টি সম্পূর্ণভাবে প্রতিহত হয় কিংবা প্রকাশ ঘটলেও তার মাত্রা থাকে সামান্য, অক্ষতিকর পর্যায়ের। দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় স্মৃতিকোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এগুলো অ্যান্টিজেনকে চিহ্নিত ও মোকাবিলা করে । স্মৃতিকোষ হচ্ছে লিম্ফোসাইট নামক অদানাদার শ্বেত রক্তকণিকা । লিম্ফোসাইট দুধরনের : T-লিম্ফোসাইট ও B-লিম্ফোসাইট ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমাদের দেহ ত্বক দ্বারা আবৃত। ভৌত প্রতিবন্ধক হিসেবে এটি যেমন অন্যক্রম্যতায় অংশ গ্রহণ করে তেমনি লিম্ফোসাইট রস খাওনের মাধ্যমে অন্যক্রম্যতায় অংশ নেয়।
শিক্ষক ক্লাসে বললেন ত্বক হলো প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত এবং B লিম্ফোসাইট থেকে উৎপন্ন 'Y' আকৃতির গঠন জীবাণু ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জীববিজ্ঞান ক্লাসের স্যার বললেন, আমরা বুদ্ধিমত্তার সাথে জীবন ওকে প্রতিরোধ করে সুস্থভাবে বেঁচে আছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয় আমাদের ত্বক এবং সর্বশেষ স্তরে Y আকৃতির বিশেষ গঠন।
দেহ জীবাণু দ্বারা আক্রান্ত হলে ত্বক সর্বপ্রথম তাকে প্রতিহত
করে। ত্বক পরাস্ত হলে একটি বিশেষ রক্তকণিকা জীবাণুকে
ভক্ষণ করে।