কোষ, কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট
পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ণ ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কী বলে ?
দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। একে প্লাজমোডেসমাটা (একবচন : প্লাজমোডেসমা) বলে। পাশাপাশি কোষের মধ্যে সংযোগ স্থাপন ও খাদ্য বস্তু, পানি, হরমোন পরিবহণ প্লাসমোডেসমাটার কাজ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শিক্ষক ব্লাকবোর্ডে জীবদেহের গঠনের দুই আবরণী যুক্ত একটি আদর্শ এককের চিহ্নিত চিত্র আঁকলেন যার বাইরের আবরণীটি নির্জীব এবং ভিতরের আবরণীটি সজীব।
বাইরের আবরনটির নাম কি?
পাশাপাশি দুটি কোষের মধ্যে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সংযোগ-
উদ্ভিদকোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের প্রাথমিক স্তর-
i. সাধারণত পাতলা থাকে
ii. খেজুরের এন্ডোস্পার্মের ক্ষেত্রে বেশ পুরু হয়
iii. কুপ এলাকাতে অখণ্ডিত থাকে
নিচের কোনটি সঠিক?
কোনটি প্রকৃত কোষী?