কোষ, কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট
পাশাপাশি দুটি কোষের মধ্যে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সংযোগ-
প্লাজমোডেসমাটা, মাইক্রোস্কোপিক সাইটোপ্লাজমিক খাল যা উদ্ভিদ-কোষের দেয়ালের মধ্য দিয়ে যায় এবং সংলগ্ন উদ্ভিদ কোষের মধ্যে অণুর সরাসরি যোগাযোগের অনুমতি দেয়। প্লাজমোডেসমাটা কোষ বিভাজনের সময় গঠিত হয়, যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিহ্নগুলি নতুন প্রাচীরে আটকে যায় যা মূল কোষকে বিভক্ত করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্ভিদকোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের প্রাথমিক স্তর-
i. সাধারণত পাতলা থাকে
ii. খেজুরের এন্ডোস্পার্মের ক্ষেত্রে বেশ পুরু হয়
iii. কুপ এলাকাতে অখণ্ডিত থাকে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জীববিজ্ঞান শিক্ষক শিক্ষার্থীদের বললেন যে, উদ্ভিদ কোষপ্রাচীর জড় রাসায়নিক পদার্থ নির্মিত যা প্রাণিকোষে অনুপস্থিত থাকে। এছাড়া উদ্ভিদকোষে সালোকসংশ্লেষণকারী অঙ্গাণু থাকে যা প্রাণি কোষে নেই।