৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী
পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম হতে ডানে গেলে কতগুলো ধর্ম পরিবর্তিত হয়। ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ধর্মের পরিবর্তন ঘটে। যে ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে প্রদত্ত তথ্যটি মিথ্যা, তা হলো "তড়িৎ ঋণাত্মকতা: কমে"। সঠিক উত্তরটি হবে (খ) তড়িৎ ঋণাত্মকতা: কমে।
ক) পারমাণবিক ব্যাসার্ধ: কমে
* ব্যাখ্যা: পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। এর ফলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে এবং নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়। যদিও ইলেকট্রন একই শক্তিস্তরে যুক্ত হয়, নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বেড়ে যাওয়ায় ইলেকট্রন মেঘ নিউক্লিয়াসের দিকে আরও বেশি আকৃষ্ট হয়। এর ফলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ ছোট হয়ে আসে। তাই, এই উক্তিটি সঠিক।
খ) তড়িৎ ঋণাত্মকতা: কমে
* ব্যাখ্যা: তড়িৎ ঋণাত্মকতা হলো সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণুর বন্ধন ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে নিউক্লিয়াসের কার্যকর চার্জ বৃদ্ধি পাওয়ায় পরমাণুর আকার হ্রাস পায় এবং ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়ে। এর ফলে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। অর্থাৎ, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, কমে না। তাই, এই উক্তিটি মিথ্যা।
গ) আয়নিকরণ শক্তি: বাড়ে
* ব্যাখ্যা: আয়নীকরণ শক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে সর্ববহিঃস্থ স্তরের এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে এবং নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে। ফলে ইলেকট্রনকে পরমাণু থেকে সরিয়ে নিতে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এই উক্তিটি সঠিক।
ঘ) ইলেকট্রন আসক্তি: বাড়ে
* ব্যাখ্যা: ইলেকট্রন আসক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয়। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে এবং নিউক্লিয়াসের কার্যকর চার্জ বৃদ্ধি পায়। এর ফলে পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে এবং ইলেকট্রন যুক্ত হওয়ার সময় বেশি শক্তি নির্গত হয়। তাই, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এই উক্তিটি সঠিক।
সুতরাং, উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, "তড়িৎ ঋণাত্মকতা: কমে" এই তথ্যটি মিথ্যা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সাধারণত পানি দিয়ে আগুন নেভানাে হয়। কিন্তু নিচের কোন মৌলে পানি দিলে আগুন ধরে যায়?
Which one of the followings precipitated hydroxides is not green?
a) প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক ও ডায়া ম্যাগনেটিক পদার্থ বলতে কি বুঝ? ডি ব্লকের মৌলসমুহ কোন ধরনের?
b) সালফার শণাক্ত করণে কেন CH3COOH ব্যবহৃত হয়। HCl ব্যবহৃত হয় না কেন?
ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয় কিন্তু NCl5 এর অস্তিত্ব নেই কেন ব্যাখ্যা কর।