৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী
a) প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক ও ডায়া ম্যাগনেটিক পদার্থ বলতে কি বুঝ? ডি ব্লকের মৌলসমুহ কোন ধরনের?
b) সালফার শণাক্ত করণে কেন CH3COOH ব্যবহৃত হয়। HCl ব্যবহৃত হয় না কেন?
a) প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক ও ডায়া ম্যাগনেটিক পদার্থ বলতে বুঝি:
প্যারাম্যাগনেটিক পদার্থ: এই ধরনের পদার্থে অসম্পূর্ণ ইলেকট্রন শেল থাকে এবং এরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে সাময়িকভাবে শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করে। যেমন - Fe3+, Mn2+।
ফেরোম্যাগনেটিক পদার্থ: এই ধরনের পদার্থে একইমুখী বদ্ধ চৌম্বকীয় স্থায়ী কোর থাকে যা তাদের বাহ্যিক চৌম্বকক্ষেত্র ছাড়া চৌম্বকি্রিত করতে পারে। যেমন - ফৌঁ, কোবাল্ট, নিকেল।
ডায়াম্যাগনেটিক পদার্থ: এই ধরনের পদার্থে সব ইলেকট্রনpare বন্ধনীর মধ্যে থাকে ফলে বাহ্যিক চৌম্বকক্ষেত্র রোধ করে এবং একটু দূর্বল নেগেটিভ চৌম্বক ধারা তৈরি করে। যেমন - বিটিসিসজির সঞ্জন।
ডি ব্লকের মৌলসমুহ সাধারণত প্যারাম্যাগনেটিক পদার্থের প্রকৃতির হয় কারণ এদের অর্থ শেলের ইলেকট্রন অসম্পূর্ণ থাকে।
b) সালফার শনাক্তকরণের জন্য CH3COOH (এসেটিক অ্যাসিড) ব্যবহৃত হয় কারণ এটি সালফাইড গ্যাস প্রতিরোধ করে না এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে সালফারের সংকেত পরিষ্কারভাবে পাওয়া যায়। অন্যদিকে, HCl ব্যবহার করলে সালফার লবণ জলীয় HCl এর সাথে মিশ্রিত হয়ে গ্যাস নির্গমন করে যা সঠিক তাপমাত্রায় শণাক্ত করতে ব্যাহত করতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সাধারণত পানি দিয়ে আগুন নেভানাে হয়। কিন্তু নিচের কোন মৌলে পানি দিলে আগুন ধরে যায়?
Which one of the followings precipitated hydroxides is not green?
↓মৌল \ কোয়ান্টাম সংখ্যা→ | n | l | m | s |
X | 4 | 0 | 0 | +½ |
Y | 3 | 2 | +2 | -½ |
Y মৌলটির বৈশিষ্ট্য হলো-
রঙিন যৌগ গঠন করে
চৌম্বক ধর্ম প্রদর্শন করে
জটিল যৌগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ns1 যোজ্যতার মৌল পানিসহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে?