ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি
পতঙ্গের ক্ষেত্রে কোনটি 'X' এর জন্য প্রযোজ্য?
• উদ্দীপকের 'X' চিহ্নিত অংশ টি হচ্ছে ঘাসফড়িং এর স্পাইরাকল। এটি পেরিট্রিম নামক কাইটিন দ্বারা আবৃত থাকে।
শ্বাসরঞ্জ বা স্পাইরাকল (Spiracle): এগুলো ট্রাকিয়ালতন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। দেহের উভয় পাশে মোট দশজোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল রয়েছে। এর মধ্যে দুজোড়া বক্ষীয় অঞ্চলে এবং আটজোড়া উদরীয় অঞ্চলে অবস্থিত। প্রতিটি স্পাইরাকল ডিম্বাকার ছিদ্রবিশেষ এবং পেরিট্রিম (peritreme) নামক কাইটিননির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই