ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি
ঘাসফড়িং এর রক্ত সংবহনে-
i. অস্টিয়া পথে রক্ত হৃৎপ্রকোষ্ঠে প্রবেশ করে
ii. সম্মুখ অ্যাওটা থেকে রক্ত মস্তকের সাইনাসে প্রবেশ করে
iii. ৬ নং হৃৎপ্রকোষ্ঠের সংকোচনে ৬ নং আন্তঃপ্রকোষ্ঠ ছিদ্র খুলে যায়
নিচের কোনটি সঠিক?
রক্ত সংবহন প্রক্রিয়া (Mechanism of Blood Circulation)
হৃৎযন্ত্র ও অ্যালারি পেশির সঙ্কোচন-প্রসারণের ফলেই ঘাসফড়িং-এর দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হয়।
হৃত্যন্ত্রের প্রত্যেক প্রকোষ্ঠ ক্রমাগত ঢেউয়ের মতো সঙ্কুচিত ও প্রসারিত হয়। ঘাসফড়িং-এর হৃত্যন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে ১০০ থেকে ১১০ বার। রক্ত সংবহন প্রক্রিয়াটি নিম্নোক্তভাবে সম্পাদিত হয়।
১. অ্যালারি পেশিগুলোর সঙ্কোচনে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে অস্টিয়ার মাধ্যমে হৃত্যন্ত্রে প্রবেশ করে।
২. পরে হৃৎযন্ত্র পর্যায়ক্রমে পশ্চাৎদিক থেকে সম্মুখদিকে সঙ্কুচিত হওয়ায় রক্ত সম্মুখদিকে প্রবাহিত হয় এবং অ্যাওর্টার মাধ্যমে মস্তকের সাইনাসে এসে পড়ে।
৩. অস্টিয়ায় কপাটিকা থাকায় রক্ত হৃৎযন্ত্র থেকে বাইরে আসতে পারে না এবং হৃৎযন্ত্রের প্রকোষ্ঠগুলোর সংযোগস্থলে কপাটিকা থাকায় রক্ত পিছন দিকে যেতে পারে না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই