৫.১০ নানো পার্টিকেল
ন্যানো কণা কি? শিল্পক্ষেত্রে এর চারটি ব্যবহার লিখ।
1.0nm থেকে 100nm আকারের কণাকে ন্যানো কণা (Nano particle) বলা হয় ।
শিল্পক্ষেত্রে চারটি ব্যবহার:
০১. ন্যানো প্রভাবক: প্রভাবনের সুফল বা প্রভাবকের দক্ষতা প্রভাবকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। সেহেতু ন্যানো কণার পৃষ্ঠতলের পরিমাণ সর্বাধিক হয়, তাই শিল্পে ন্যানো কণার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। যেমন- পানি বাম্প ও CO গ্যাস মিশ্র থেকে গ্যাস উৎপাদনে কার্বন ন্যানো টিউবে প্রবিষ্ট স্বর্ণ ন্যানোকণা কার্যকর বিজারক রূপে ব্যবহৃত হয়।
অনুরূপভাবে, এর ন্যানো কণা শক্তিশালী জারকরূপে কে জারিত করে এ পরিণত করে ।
০২. চিকিৎসা ক্ষেত্রে: ক্যান্সার কোষের চারদিকে ন্যানোটিউব স্থাপন করে রেডিও ওয়েভের সাহায্যে একে সক্রিয় করা হয়। ফলে ন্যানোটিউব উত্তপ্ত হয়ে চারপাশের ক্যান্সার কোষকে ধ্বংস করে ।
০৩. মোটর ইজিনের দক্ষতা বৃদ্ধিতে: গাড়ির ইঞ্জিন সিলিন্ডারে , NiAs দ্বারা প্রলেপ দিয়ে এবং ইজ্রিনের কার্বুরেটরের উপর Ni-Cr ধাতু সংকরের ন্যানো কণার প্রলেপ দিয়ে জ্বালানি গ্যালের চাপশক্তি বৃদ্ধি করা যায়। এছাড়া ইঞ্জিনের ডিস্ট্রিবিউটর ও কার্বন প্লাগের উপর কার্বন ন্যানো কণার প্রলেপ দিয়ে ব্যবহৃত তড়িৎশক্তির প্রবাহকে কয়েকগুণ বৃদ্ধি করা হয়। ফলে মোটর ইজিনের দক্ষতা বৃদ্ধি পায়।
০8. কসরেটিক্স: ন্যানো কণা অবস্থায় ZnO এর UV রশ্রি প্রতিহত করার ক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পায়। তাই Sunscreen Lotion তৈরীতে এর ন্যানোকণা ব্যবহৃত হয়। এর কণাও Sunscreen Lotion তৈরীতে ব্যবহৃত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নলকূপের পানির As অপসারণ করতে পারে নিচের কোন ন্যানো কণাটি?
ন্যানো পার্টিক্যালের বৈশিষ্ট্য -
শূণ্যমাত্রিক হয়
অদানাদার
তরলে ছড়িয়ে পড়ার প্রবনতা বা সাসপেনশন গঠন প্রবনতা অধিক
নিচের কোনটি সঠিক?
ক্ষুদ্রতম পার্টিকুলেট কণা মারাত্মক ক্ষতিকর কারণ
এগুলো নাসিকার ছিদ্রপথ দিয়ে ফুসফুসে চলে যায়
এগুলো ক্ষতিকর জীবাণুর sink হিসেবে কাজ করে
অ্যাজমা সৃষ্টিতে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
1 nm সমান কত?