৫.১০ নানো পার্টিকেল
ন্যানো পার্টিক্যালের বৈশিষ্ট্য -
শূণ্যমাত্রিক হয়
অদানাদার
তরলে ছড়িয়ে পড়ার প্রবনতা বা সাসপেনশন গঠন প্রবনতা অধিক
নিচের কোনটি সঠিক?
ব্যাখাঃ
i)
'ন্যানো' কণার শ্রেণিবিভাগ : ন্যানো-কণার মাত্রা (dimension) অনুসারে ন্যানো-কণাসমূহ নিম্নোক্ত তিন শ্রেণিতে
বিভক্ত। যেমন—
(✓) ন্যানো-লেয়ার (nanolayer) : ন্যানোস্কেল মতে One dimension 1D, বা একমাত্রিক বস্তুকণার
পরিসর (range) হলে, এদেরকে ন্যানো-লেয়ার (nanolayer) বলে।
(✓) ন্যানো-টিউব : ন্যানোস্কেল মতে, এর দ্বিমাত্রিক (বা two dimensions, 2D) ক্ষুদ্রকণার নাম
হলো ন্যানো-টিউব বা ন্যানো-ওয়্যার (nanotube বা, nanowire) ।
(✓) ন্যানো-পার্টিকেল : ন্যানোস্কেল মতে, এর ত্রিমাত্রিক (3D) ক্ষুদ্রকণাকে ন্যানো-পার্টিকেল বলে।
ii) অদানাদার: ন্যানো পার্টিক্যালের পৃষ্ঠের আয়তন অনেক বেশি হয় তাদের ভলিউমের তুলনায়। এর ফলে, তাদের পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য তাদের বাল্ক বৈশিষ্ট্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
iii) তরলে ছড়িয়ে পড়ার প্রবণতা বা সাসপেনশন গঠন প্রবনতা অধিক: ন্যানো পার্টিক্যালের আকার ছোট হওয়ায় তাদের তরলে সহজেই ছড়িয়ে পড়ার এবং সাসপেনশন তৈরি করার প্রবণতা থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নলকূপের পানির As অপসারণ করতে পারে নিচের কোন ন্যানো কণাটি?
ক্ষুদ্রতম পার্টিকুলেট কণা মারাত্মক ক্ষতিকর কারণ
এগুলো নাসিকার ছিদ্রপথ দিয়ে ফুসফুসে চলে যায়
এগুলো ক্ষতিকর জীবাণুর sink হিসেবে কাজ করে
অ্যাজমা সৃষ্টিতে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
1 nm সমান কত?
ন্যানো প্রযুক্তির সাহায্যে বৃদ্ধি করা যায় পদার্থের-
স্থায়িত্ব
কর্ম দক্ষতা
ভঙ্গুরতা
নিচের কোনটি সঠিক?