সহজাত আচরন(ইনসটিংক্টস)
নিচের কোনটি হ্যাবিচুয়েশন আচরণ?
অভ্যাসজনিত শিখন (Habituation): অভ্যাসজনিত শিখন হলো শিখনের সরলতম পর্যায় বা রূপ। প্রাণী যদি
এমন উদ্দীপক দ্বারা উদ্দীপ্ত হয় সেখানে পুরস্কার বা শাস্তি কোন প্রাপ্তিই নেই তবে সেই উদ্দীপকের প্রতি প্রাণীর
অভ্যস্ততা গড়ে ওঠে। পরবর্তীতে তার প্রতি সাড়া কমে এসে নির্বিকার পর্যায়ে চলে যায়। অর্থাৎ একই উদ্দীপকের
ক্রমাগত প্রয়োগে প্রাণীর ঐ উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করার হার ক্রমশ হ্রাস পাওয়া বা সাড়া না দেওয়াকে
অভ্যস্তকরণ বা অভ্যাসজনিত শিখন (habituation) বলে। উদাহরণস্বরূপ বলা যায়- দুর্গন্ধময় স্থানে বা উচ্চ
শব্দ যুক্ত স্থানে স্বাভাবিকভাবে মানুষ বেশিক্ষণ না থাকতে পারলেও সারাক্ষণ এ উদ্দীপকের উপস্থিতিতে মানুষ
অভ্যস্ত হয়ে পড়ে এবং এটির উপস্থিতি তার স্বাভাবিক কর্মজীবনে (খাওয়া/ঘুম) কোনো ব্যাঘাতই সৃষ্টি করে না।
ক্লার্ক (Clark) নামক বিজ্ঞানী Neanthes এর উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে হ্যাবিচুয়েশনের সুন্দর ব্যাখ্যা
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্দিপকের 'A' চিহ্নিত অংশের বৈশিষ্ট্য -
স্কেলেরোপ্রোটিনে গঠিত
স্টিলের চেয়ে ৫গুন শক্ত
স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
প্রাণীর সহজাত আচরণ হলো-
নিচের কোনটি সঠিক?
চিত্রের 'B' অংশটি-
রেশমি সুতা দিয়ে তৈরি
ফাঁদ হিসেবে কাজ করে
অনিয়ত ও জিন নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
অপত্য লালন কোন ধরনের আচরণ?